দক্ষিণ দিনাজপুরের মানুষের স্বার্থে অবিলম্বে আত্রেয়ী একশান প্ল্যান প্রয়োজন :- তুহিন শুভ্র মন্ডল
1 min read
দক্ষিণ দিনাজপুর জেলার পবিত্র নদী আত্রেয়ী। দক্ষিণ দিনাজপুরের প্রধান নদী দেবীপুরান ও মহাভারতে উল্লেখ থাকায় এই নদীর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
৫৮ কিলোমিটার দীর্ঘ আত্রেয়ী নদী দক্ষিণ দিনাজপুরের মানুষের জীবনযাত্রার সাথে আগেও যুক্ত ছিল এখনো বর্তমান। আত্রেয়ী এই জেলার অর্থনীতি ও পরিবহণের একটি বড় মাধ্যম ছিল। অতীতে অনেক প্রজাতির মাছ পাওয়া গেলেও বর্তমানে তার অভাব অনেক সমস্যা সৃষ্টি করেছে।
কিন্তু এখন এই নদীর গভীরতা হ্রাস, দূষণ, জল সংকট, মাছের বৈচিত্র্য হ্রাস পাওয়ায় আত্রেয়ী বর্তমানে বিভিন্ন সমস্যায় জর্জরিত। আত্রেয়ী নদীর জলের উপর এখনো চাষীরা নির্ভরশীল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অবৈধ ভাবে বালি মাফিয়াদের বালি তুলে ব্যবসা করা নিয়মিতভাবে আত্রেয়ী নদীতে হয়ে আসছে যা বন্ধের কোন লক্ষন নেই।ভারত-বাংলা দেশের মধ্যে প্রবাহিত আত্রেয়ী নদীর জল বন্টন বর্তমানে আন্তর্জাতিক স্তরের আলোচ্য বিষয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই পরিস্থিতি বিচার করে স্থানীয় প্রশাসন, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দক্ষিণ দিনাজপুর জেলার মানুষের স্বার্থের কথা ভেবে অবিলম্বে আত্রেয়ী একশান প্ল্যান গ্রহণ করে এই জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা ও আত্রেয়ী নদী সংরক্ষণের যৌথ পরিকল্পনা গ্রহণ করা হোক।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});