বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির জন্য উত্তরবঙ্গে বিভিন্ন সীমান্তে বিএসএফের সঙ্গে সমন্বয়ে রেখে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বললেন উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব।
1 min readবাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির জন্য উত্তরবঙ্গে বিভিন্ন সীমান্তে বিএসএফের সঙ্গে সমন্বয়ে রেখে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বললেন উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব।
যবে থেকে বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে তবে থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্তে বিএসএফদের সঙ্গে পুলিশের একটা সমন্বয় তৈরি করা হয়েছে। শুধু তাই নয় বিএসএফের সঙ্গে পুলিশের সম্পর্ক আরো ভালো হয়েছে। এরফলে উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্ত এলাকায় পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক রয়েছে। আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এসে এমনই মন্তব্য করলেন সাংবাদিকদের কাছে উত্তরবঙ্গের আই জি রাজেশ কুমার যাদব। তিনি আরো বলেন মাঝেমধ্যেই বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের মিটিং হচ্ছে। যাতে সীমান্ত এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। বিএসএফ এবং পুলিশের মধ্যে সমন্বয় আরো দৃঢ় করা হয়েছে।
অন্য আরেকটি প্রসঙ্গে উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব বলেন মালদার ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে। যারা সেদিন গুলি করেছিল তাদের ধরা হয়েছে। এই ঘটনায় তদন্ত চূড়ান্ত পর্যায়ে এখন রয়েছে। এছাড়া তিনি বলেন উত্তরবঙ্গের প্রতিটি জেলার এসপিদের নির্দেশ দেওয়া হয়েছে যে উত্তর বঙ্গের বিভিন্ন জেলায় যে সমস্ত ভিআইপিরা রয়েছে বিভিন্ন পলিটিক্যাল পার্টির তাদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে জেলা পুলিশের নির্দেশে তাদের নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা করা হয়েছে। আর এটা নিয়ে আমরা খুবই সতর্ক রয়েছি। এদিন বাংলাবিহার সীমান্ত এলাকা নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন তিনি বলেন এ ব্যাপারে বিহারের উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ে রেখে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পুলিশ সুপাররা কাজ করে চলছেন যাতে বিহার দিকে কোন দুষ্কৃতিকারীরা এদিকে না ঢুকতে পারে।