সাত দিনব্যাপী উত্তর দিনাজপুর জেলা বইমেলার সমাপ্তি ঘটলো রবিবার রাতে
1 min readসাত দিনব্যাপী উত্তর দিনাজপুর জেলা বইমেলার সমাপ্তি ঘটলো রবিবার রাতে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৬ জানুয়ারী: রবিবাসরীয় ছুটির সন্ধ্যায় জমজমাট বই উৎসবের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাত দিনব্যাপী উত্তর দিনাজপুর বইমেলার সমাপ্তি ঘটলো রবিবার অধিক রাতে। পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার পরিষেবা দপ্তরের উদ্যোগে গত ৩০শে ডিসেম্বর এই মেলার উদ্বোধন করেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। প্রত্যাশা মতই উত্তর দিনাজপুর জেলা বইমেলার শেষ দিন আর তার রবিবার দুপুর থেকেই ভিড় উপচে পড়ছিল আট থেকে আসি দের।
বইমেলার শেষ দিনে যে যতটা পেরেছে যার যেরকম পছন্দ সে সেই ভাবেই প্রচুর বই কিনেছে। যারা কলকাতার প্রকাশ্যে এসেছিলেন তাদের মধ্যে অনেকেই বই বিক্রি করে বেশ হাসিখুশি বলিও মনে হল তাদের কথাবার্তায়। এই বইমেলায় প্রতিদিন গত দুই তারিখ থেকে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান জমে ওঠে।উত্তর দিনাজপুর জেলা বইমেলা কমিটির কর্ণধার তথা কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা রাম নিবাস সাহা সবাইকে বইমেলার এই কয়দিন বিভিন্নভাবে সবাই সহযোগিতা করার জন্য বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মী সাহিত্যিক কবি সবাইকে তিনি অভিনন্দন জানান। কালিয়াগঞ্জ পৌরসভার পৌর পিতা রাম নিবার সাহার সাথে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন। তিনি সমস্ত মেলা ঘুরে ঘুরে দেখেন এবং বলেন তিনি বইমেলা সমস্ত আয়োজন এবং বিভিন্ন ধরনের যে ধরনের বই বিক্রি হচ্ছে তা দেখে তিনি মুগ্ধ হয়েছেন বলে জানান সবাইকে দিনের শুভেচ্ছা জানান।