৩০ তম উত্তর দিনাজপুর জেলা বইমেলায় মানিক রায় চৌধুরী নির্বাচিত নাটক”জীবনের জলছবি” প্রকাশ করলেন বিশিষ্ট সাংবাদিক তথা কবি ডক্টর সুনীল চন্দ্র
1 min read৩০ তম উত্তর দিনাজপুর জেলা বইমেলায় মানিক রায় চৌধুরী নির্বাচিত নাটক”জীবনের জলছবি” প্রকাশ করলেন বিশিষ্ট সাংবাদিক তথা কবি ডক্টর সুনীল চন্দ্র
তপন চক্রবর্তী : কালিয়াগঞ্জ, ৫ই জানুয়ারি ৩০ তম উত্তর দিনাজপুর জেলা বইমেলায় মানিক রায চৌধুরীর নির্বাচিত নাটক জীবনের জলছবি প্রকাশ করলেন বিশিষ্ট সাংবাদিক তথা কবি ডক্টর সুনীল চন্দ্র। উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা রাম নিবাস সাহা, কালিয়াগঞ্জ এর সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রশান্ত রায়, অধ্যাপক তথা কবি সুকুমার বাড়ুই, সমাজসেবী স্বপন সরকার বিশিষ্ট নাট্যকার বিভু ভূষণ সাহা,নাট্যকর্মী সায়ন দাস এবং বিশিষ্ট কবি তথা সঞ্চালক সম্রাট দে সহ অনেকেই।জানা যায় একাঙ্ক এবং পূর্ণাঙ্গ মিলে মোট ৫৫ টি নাটক ইতিমধ্যেই মানিক রায় চৌধুরী প্রকাশ করেছেন।শুধু প্রকাশই নয় এই রাজ্যের বিভিন্ন স্থান সহ বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় নাট্যকার মানিক রায় চৌধুরীর নাটক অত্যন্ত জনপ্রিয় হয়েছে বলে জানা যায়।
মানিক রায় চৌধুরী, দীর্ঘ ৩০/৩২/ বছর কালিয়াগঞ্জ অনন্য থিয়েটারের সাথে, কালিয়াগঞ্জের নাট্য চর্চার সাথে যুক্ত থেকে, অনন্য থিয়েটার পরিচালিত থিয়েটার স্কুলে ছোট দের জন্য নাটক লিখতে আসা। ক্রমেই তা নিজের অজান্তেই অনন্য থিয়েটার এবং, বিভিন্য নাট্য দলের অনুরোধে বড়দের জন্য নাটক লিখা শুরু করেন মানিক রায় চৌধুরী। এখন অবধি ছোট দের এবং বড়দের – এবং শ্রুতি নাটক মিলে ৫৫/৬০ টিরও বেশি নাটক লিখেছি।মানিক রায় চৌধুরী বলেন, আমার ভাত্রী প্রতিম – ইন্দ্র নীল কুন্ডু এর সহোযোগিতায় ও আন্তরিকতায় দীর্ঘ প্রায় এক বছর যাবত চেষ্টার ফলে আজ বইটি তার পুর্ন রুপ পেলো,এবং বিভু দার উদ্যোগেই বই টি আজ বইমেলায় প্রকাশিত হলো… বই টিতে মোট – ছোট, বড় মিলে ১০ টি নাটক রয়েছে যার মধ্যে…. ছায়া নাটকটি.. আতপুর জাগৃতি নাট্য সংস্থা.. ৫৩/৫৩ টি সো করেছে.. জন্তর মন্তর.. নাটক টি, কালিয়াগঞ্জ অনন্য থিয়েটার, আতপুর জাগৃতি, এবং জঙ্গি পুর নাট্যাম শ্রদ্ধাঞ্জলী মিলে মোট ৩০ টিরো বেসি সো করেছে।আর “আমি রফিক বলছি” নাটকটি বাংলাদেশ ঢাকার প্রসেনিয়া থিয়েটার, ভসরত ও বাংলাদেশ মিলে মোট ৩৯ টি সো করেছে..। বাকি সব নাটক গুলো প্রশংসার সাথে বিভিন্য নাট্য দলে অভিনিত হয়েছে.. নাট্যকার হিসাবে.. ৩/৪ টি প্রথম ও দ্বিতীয় পুরস্কার পেয়েছি। ছোট দের জন্য আমার লেখা ২ য় বইটির কাজ চলছে