১৫ তম উত্তর দিনাজপুর জেলা মাদ্রাসা গেমস ও স্পোর্টস মিট, শেষ দিনের খেলা অনুষ্ঠিত রায়গঞ্জ স্টেডিয়াম
1 min read১৫ তম উত্তর দিনাজপুর জেলা মাদ্রাসা গেমস ও স্পোর্টস মিট, শেষ দিনের খেলা অনুষ্ঠিত রায়গঞ্জ স্টেডিয়াম
দুদিন থেকে চলতে থাকা এই ক্রিয়া উৎসব মঙ্গলবার সমাপ্ত ঘটে এদিন দৌড় প্রতিযোগিতা হাই জ্যাম লং জাম্প সহ বিভিন্ন আকর্ষণীয় প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে জেলা বিভিন্ন প্রান্তের মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে পুরস্কার প্রদান করা হয়।
এ বিষয়ে আয়োজন কমিটির জয়েন্ট সেক্রেটারি হেফজুর রহমান, গত ১৫ বছর ধরে আনন্দের সঙ্গে এই ক্রীড়া উৎসব আয়োজন হয়ে আসছে, আশা করি আগামীতেও আরো ভালো আয়োজন হবে। আয়োজন কমিটির সদস্য আব্দুস সাকির জানান প্রতিবছরের ন্যায় এই বছরও মাদ্রাসার ক্রিয়া উৎসব অনুষ্ঠিত হয় এই খেলায় যারা প্রথম হয়েছে তারা তারা ডিসট্রিক লেভেলে খেলার সুযোগ পাবে।