শুরু হলো কাটোয়ার দাঁইহাট এর রাস উৎসবের শোভাযাত্রা
1 min readসৌমেন গড়াই,পূর্ব বর্ধমান আজ শুরু হল দাঁইহাট এর শ্রেষ্ঠ লোকায়ত উৎসব যেটা আমাদের রাস-উৎসব নামে পরিচিত আজ তার শোভাযাত্রাশুরু হলো
এখানে বিভিন্ন ক্লাবের ঠাকুর ও আলোকসজ্জায় রাস পূর্ণিমা শোভাযাত্রাকে আলোর রসনায় ভরিয়ে দিয়েছে এখানে শুধু কাটোয়া ও বিভিন্ন জেলার লোক এসে উপস্থিত হয়েছে এই দাঁইহাট রাস উৎসবের শোভাযাত্রা দেখার জন্য ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই রাস উৎসবে মেতে উঠেছেন দাঁইহাট শহরবাসী। হাজার হাজার লোকের সমাগম ঘটে দাঁইহাঁটে এখানে চন্দনগর থেকে বিভিন্ন রকমের আলোকসজ্জা আসে রাসযাত্রা কে আনন্দময় করতে যেটা মানুষের চোখে পড়ার মতো।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});