October 4, 2024

দলের যুব কর্মীকে মারধোরের পর এবার পথচলতি গাড়ির ড্রাইভাকে বেধড়ক মার

1 min read
জলপাইগুড়িঃঃ দলের যুব কর্মীকে মারধোরের পর এবার পথচলতি গাড়ির ড্রাইভাকে বেধড়ক মার জলপাইগুড়ি দাপুটে তৃনমুল নেতা কৃষ্ণ দাসের। জেলা তৃনমুলের সাধারন সম্পাদক কৃষ্ণ দাসের গাড়িকে সাইড না দেওয়ায় অভিযোগে বেধরোক মারধোর করা হল এক ট্রাকের ড্রাইভারকে।জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝার এলাকার ঘটনা।গুরুতর আহত ড্রাইভার উত্তম রায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধিন ।
আহত ড্রাইভারের বাড়ি শিলিগুড়ির জলেশ্বরিতে।প্রকাশ্যে তৃনমুল নেতার গুন্ডামীতে চাঞ্চল্য শহড়জুরে।অভিযোগ জলপাইগুড়িতে শিলিগুড়ি থেকে একটি ট্রাকড্রাইভার বিস্কুট নিয়ে এসেছিল বিস্কুট নামিয়ে শিলিগুড়ি ফেরার পথে জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝার এলাকায় রাস্তায় জ্যাম থাকার করনে তৃনমুল নেতা কৃষ্ণ দাসের গাড়িকে সাইড দিতে একটু দেরি হয়েছে ট্রাক ড্রাইভারের। তৃনমুল নেতা কৃষ্ণ দাস গাড়ির থেকে নেমে নিজের লোকজন নিয়ে ট্রাকড্রাইভারকে বেধরক মারধর করা হয়। এমকি গাড়িও ভাংচুর করা হয় বলে অভিযোগ।প্রকাশ্যে তৃনমুল নেতার এক ড্রাইভারকে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে শহড়জুরে। গুরুতর আহত ট্রাকড্রাইভারের হাতে ও মাথায় চোট লেগেছে। স্থানীয় এক বাসিন্দা গুরুতর আহত ট্রাকড্রাইভারকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে।
 হাসপাতালেই এখন চিকিৎসাধিন ট্রাক ড্রাইভার উত্তম রায়।জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশ হাসপাতালে গিয়ে আহত ট্রাকড্রাইভারের অভিযোগ লিপিবদ্ধ করেন।এর আগেও এই তৃনমুল নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।   এদিকে তৃনমুল নেতা কৃষ্ণ দাসকে ঘটনাটি জানার জন্য ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *