October 11, 2024

ভয়ঙ্কর! মালদহে পরপর ১১ জনের মৃত্যু! আরও মৃত্যুর আশঙ্কা, জেলাজুড়ে হাড়হিম ঘটনা

1 min read

জেলাজুড়ে হাড়হিম ঘটনা ভয়ঙ্কর! মালদহে পরপর ১১ জনের মৃত্যু! আরও মৃত্যুর আশঙ্কা,

ভয়ঙ্কর ঘটনা ঘটল মালদহে। মালদহে বজ্রপাতে মৃত্যু ঘটেছে ১১ জনের। পৃথক পৃথক ঘটনায় এ পর্যন্ত ১১ জনের মৃত্যু। বৃহস্পতিবার দুপুরে আচমকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামে মালদহে। পুরাতন মালদহের সাহাপুরে একইসঙ্গে তিন জনের মৃত্যু হয়েছে। আম বাগানে আম কুড়ানো ও পাহাড়ার কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয় ওই তিন জনের। মৃতদের নাম চন্দন সাহানি(৪০), রাজ মৃধা(১৬) ও মনোজিৎ মণ্ডল(২১)। মৃতদের মধ্যে তিন নাবালক, দুই যুবক ও এক প্রৌঢ়াও রয়েছেন।

মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন জেলাশাসক নীতিন সিংহানিয়া।অন্যদিকে গাজোলের আদিনাতে আম বাগানে বজ্রপাতে মৃত একাদশ শ্রেণির ছাত্র অসিত সাহা (১৯)। ঝড়ের সময় আমবাগানে আম কুড়াতে গিয়ে বিপত্তি। আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া পরিবারে।এদিকে, হরিশচন্দ্রপুর ১ নং ব্লকের কুরশাডাঙা গ্ৰামে চাষের কাজ করতে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মৃতের নাম, নয়ন রায় (২৩), প্রিয়াঙ্কা রায় (২০)। মালদহজুড়ে পুরাতন মালদহে ৩ জন, হরিশ্চন্দ্রপুরে ২ জন, মানিকচকে ২ জন আর রতুয়া, গাজোল ও ইংরেজবাজারে অন্তত একজন করে মৃত্যু। মৃতদের পাশাপাশি আহতদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে বলে খবর জেলা প্রশাসন সূত্রে।বজ্রপাতের ঘটনায় এক গৃহবধূ সহ আরও দু’জন আহত হয়েছেন। এদের মধ্যে একজন ইংরেজবাজারের বুধিয়ার ফাতেমা বিবি, অন্যজন পুরাতন মালদহের সাহাপুরের বাসিন্দা অষ্টম শ্রেণীর ছাত্র দুল্লু মণ্ডল। আহতদের চিকিৎসা চলছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সকাল থেকে প্রচন্ড গরমের পর দুপুরে হঠাৎই আকাশ কালো করে ঝড় বৃষ্টি নামে। তখনই ঘটে একের পর এক মৃত্যুর ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *