ফতেপুর উচ্চ বিদ্যালয়ে রাজ্য ৩৮ তম সাব জুনিয়ার খো খো বয়েজ খেলার উদ্বোধন
1 min readফতেপুর উচ্চ বিদ্যালয়ে রাজ্য ৩৮ তম সাব জুনিয়ার খো খো বয়েজ খেলার উদ্বোধন
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ১৯ ডিসেম্বর:বর্তামানে যুব সমাজ সোশ্যাল মিডিয়ায় ব্যাস্ত ফলে খেলা ধূলা থেকে পিছিয়ে অনেকটাই খেলা ধূলার মান উন্নয়নের লক্ষ্যে এবং প্রতিভাব খেলোয়ারদের তুলে ধরতে উত্তর দিনাজপুর জেলা খো – খো এ্যাসোসিয়েশনের উদ্যোগে দুই দিন ব্যাপী দিবারাত্রী ৩৮ তম রাজ্য পর্যায়ের সাব- জুনিয়ার খো- খো- টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে কালিয়াগঞ্জ ব্লকের ফতেপুর চৈতন্য দায়িনী উচ্চ বিদ্যালয়ের মাঠে।
বৃহস্পতিবার বিকালে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলিত করেন খেলার শূভ সূচনা করা হয়।উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হীরন্ময় সরকার,সহ সভাপতি বুলি রায়,জেলা পরিষদের দুই কর্মাধক্ষ্য নিতাই বৈশ্য ও লতা সরকার,বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসূন কুমার দাস,জেলা খো খো এ্যাসোসিয়েশনের সম্পাদক বরুন দাস,বিশিষ্ট শিক্ষক প্রভাস সরকার সহ বিশিষ্ট জনেরা।রাজ্য পর্যায়ের সাব জুনিয়ার খো- খো টুর্নামেন্টে ৮ টি জেলা অংশ গ্রহণ করেছে।খেলাকে ঘিরে খেলার মাঠে প্রচুর মানুষের সমাগম হয়।