কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা সঠিক ভাবে না পাবার কারনে সাত দফা দাবির ভিত্তিতে বিজেপির ডেপুটেশন
1 min readকালিয়াগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা সঠিক ভাবে না পাবার কারনে সাত দফা দাবির ভিত্তিতে বিজেপির ডেপুটেশন
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৬ মে: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন পৌর ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ পরিষেবা না পাবার কারনে।বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডল কমিটির পক্ষ থেকে সাত দফা দাবির ভিত্তিতে বিদ্যুৎ বন্টন দপ্তরের অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয়।বিজেপির কালিয়াগঞ্জ শহর মণ্ডল কমিটির সভাপতি তথা কালিয়াগঞ্জ পৌর সভার বিজেপির কাউন্সিলর গৌরাঙ্গ দাস তার বক্তব্যে বলেন রাজ্য বিদ্যুৎ বন্টন দপ্তর জনগণের কাছ থেকে সুদে আসলে পয়সা নিলেও পরিষেবা দেবার বেলায় তাদের কোন দায় দায়িত্ব নেই কেন?তিনি বলেন জনগণের পয়সা থেকে আপনাদের মাসের বেতন দেওয়া হয় অথচ সেই জনগনকে আপনারা সঠিক নিয়মে বিদ্যুৎ পরিষেবা কেন দেবেন না?অবিলম্বে দ্রুত শহরের বিদ্যুৎ গ্রাহকদের চাহিদা মত তাদের সমস্যা না মিটালে আমরা জানি কিভাবে সরকারি দপ্তর থেকে সরকাrরি সুযোগ সুবিধা আদায় করতে হয়।
বিজেপির কালিয়াগঞ্জ টাউন মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট সন্তোষ বেঙানি তার বক্তব্যে বলেন অন্য রাজ্যে বিদ্যুতের ইউনিট সাড়ে ছয় টাকা থাকলেও পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম অনেক বেশি কেন দিতে হবে?সন্তোষ বাবু বলেন খেলা মেলা পূজায় যে সমস্ত বিদ্যুৎ ফ্রি দেওয়া হয় তার মাশুল আমাদের মত দরিদ্র মানুষদের গুনতে হয়।
এসব দিন আর চলবেনা।বক্তব্য রাখেন কালিয়াগঞ্জ শহর মণ্ডল কমিটির অপর ভাইস প্রেসিডেন্ট বিনোদ লোহিয়।
উপস্থিত ছিলেন মহিলা।মোর্চার প্রেসিডেন্ট তাপসী ঝাঁ সহ অনেকেই।বিজেপি নেতা গৌরাঙ্গ দাসের নেতৃত্বে সাত দফা দাবির একটি স্মারক লিপি দেওয়া হয়।যার মধ্যে অন্যতম দাবিগুলো ছিল বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া যাবেনা,অতিরিক্ত বিল যাতে না আসে সেদিকে দৃষ্টি দিতে হবে,বন্ধ হয়ে থাকা কারখানার মিটারে প্রতি মাসে কোন বিদ্যুৎ না খরচ হলেও ২০০ টাকা করে দেবার যে নিয়ম আছে সেটা তুলে দিতে হবে,কালিয়াগঞ্জ পৌর সভার ১০,১১ ও ১২ নম্বর ওয়ার্ডের বিদ্যুতের কানেকশন গ্রামীণ লাইন দেওয়া আছে সেগুলি পৌর এলাকায় আনতে হবে।বিদ্যুৎ পরিষেবা দেবার যে মাত্র একটি ভ্যান আছে সেখানে অতিরিক্ত আরো দুটি ভ্যান চালু করতে হবে। বিদ্যুৎ দপ্তরের আধিকারিক স্মারকলিপিটি গ্রহণ করে দ্রুত যাতে পরিষেবা দেওয়া যায় সেদিকে নজর দেবেন বলে প্রতিশ্রুতি দেন।