December 21, 2024

       অন্যতম মন্দির হল রায়গঞ্জের অস্থল এলাকার প্রাচীন মন্দির

1 min read

       অন্যতম মন্দির হল রায়গঞ্জের অস্থল এলাকার প্রাচীন মন্দির

রামকৃষ্ণ দাস রায়গঞ্জ :-রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার  ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি অন্যতম মন্দির হল রায়গঞ্জের অস্থল এলাকার প্রাচীন মন্দির। বর্তমানে এই মন্দির ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মন্দির রক্ষণাবেক্ষণের কোনরকম উদ্যোগ নেই। সহযোগীতার হাত বাড়িয়ে দেয়নি কেউই। শুধু ঐতিহ্যবাহী বা প্রাচীনতম মন্দির বললে ভুল হবে। এই মন্দির বহন করে চলেছে এ প্রাচীন বহু যুগের ইতিহাস। মন্দিরের বর্তমান সেবাইত বিজয় বর্মন বলেন, মন্দিরটি ঠিক কত বছর আগে স্থাপিত হয়েছে তার কোন নির্দিষ্ট ধারণা নেই।

 

এর থেকে বোঝা যায় মন্দিরটি বহু প্রাচীন। এই মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে বুড়া গোঁসাই ও বালিয়া ফকির এর গল্প। এই মন্দিরের পাশেই তারা বহু অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন বলে শোনা যায়। মন্দিরের পাশের পুকুরটি নিয়েও রয়েছে এ বিশেষ গল্পকথা। বিজয় বাবু বলেন এক সময় শোনা যেত এলাকায় কারোর বিয়ে ঠিক হলে বাসনপত্রের জন্য পুকুরের কাছে আবেদন করলে পুকুর থেকেই সেই সমস্ত বাসনপত্র দেওয়া হতো। এত রহস্যে মোরা গল্পকাহিনী বিজড়িত এই মন্দিরটি আজ যেন সভ্যতার তিমিরে রয়ে গিয়েছে। অবিলম্বে মন্দির সংস্কারের দাবি জানিয়েছেন বিজয় বর্মন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *