রায়গঞ্জে জাতীয় দুগ্ধ দিবস ও সচেতনতা শিবির
1 min read
তন্ময় চক্রবত্তী —উত্তর দিনাজপুর-সোমবার জাতীয় দুগ্ধ দিবস ও গ্রামীন সচেতনতা শিবির অনুষ্ঠিত হল রায়গঞ্জ রবীন্দ্র ভবনে। দুগ্ধ বিপলবের জনক ভার্গি কুরিয়ানের ৯৭তম জন্ম দিবসে তার প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলন করে দুগ্ধ দিবস অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক অমল আচার্য।
উপস্থিত ছিলেন , উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, জেলাপরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ পূর্নেন্দু দে, জেলাপরিষদ সদস্যা পম্পা পাল সহ বিশিষ্ট ব্যক্তিগণ।রায়গঞ্জের ” কুলিক সমবায় দুগ্ধ উৎপাদক মহাসনংঘের উদ্যোগে অনুষ্ঠিত দুগ্ধ দিবসে অনুষ্ঠানে জেলার সমস্ত দুগ্ধ সমবায় সমিতির কয়েকশো মহিলা উপস্থিত হন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কুলিক সমবায় দুগ্ধ সমবায়ের পক্ষ থেকে একটি নতুন অ্যাপস উদ্বোধন করা হয়। যে অ্যাপসের মাধ্যমে দুধের গুনগত মান নির্নয় করা হবে। এর পাশাপাশি কুলিক ঘী, কুলিক চোকো মিল্ক প্রোডাক্টের উদ্বোধন করা হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কুলিক দুগ্ধ সমবায়ের সভাপতি তথা উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা জানিয়েছেন,” আমুল ” দুগ্ধজাত উৎপাদনকারী সংস্থা আজ সারা বিশ্বে সুনামের সাথে বিশাল ব্যাবসা করছে।আমাদের কুলিক দুগ্ধ সমবায়কেও সেই জায়গায় নিয়ে যেতে পারি যদি আমাদের আন্তরিকতা থাকে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কুলিক দুগ্ধ সমবায়কেও মহিলারা রাজ্যে তথা দেশে জায়গা করে দিতে পারবে বলে তার বিশ্বাস।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});