ইটাহারের মারনাইয়ে মাদ্রাসা স্কুলের নতুন ক্লাস রুমের উদ্বোধন
1 min read
তন্ময় চক্রবর্তী-–উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের মারনাইয়ে কচুয়া এন টি পি কে মাদ্রাসার ৭টি শ্রেণী কক্ষের উদ্বোধন করলেন ইটাহারের বিধায়ক অমল আচার্য্য। জানা গিয়েছে, এই মাদ্রসা স্কুলের বহু দিনের দাবি ছিল ক্লাস রুমের। সেই কথা মাথায় রেখে এলাকার জেলা পরিষদ সদস্য তথা সেচ ও কৃষি কর্মাধ্যক্ষ মোশারফ হুসেন এর উদ্যোগে বিধায়ক অমল আচার্য্যের সহযোগিতেয় পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যা লখু উন্নয়ন দফতরে আর্থিক সহায়তায় নির্মিত হয়। সেই মত ৭২ লক্ষ টাকা বরাদ্ধ করা হয়েছে সাতটি নতুন অ্যাডিশোনাল ক্লাস রুম তৈরির জন্য।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক অমল আচার্য্য, সেচ ও কৃষি কর্মাধ্যক্ষ মোশারফ হুসেন, পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুস সামাদ, এলাকার প্রধান লক্ষী রবি দাস, পঞ্চায়েত সদস্য নজিবুর রহমান -সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।এই বিষয়ে বিধায়ক অমল আচার্য্য জানান, “এদিন কচুয়া এনটিপিকে হাই মাদ্রাসা স্কুলে নতুন সাতটি অ্যাডিশোনাল ক্লাস রুম এর কাজের সূচনা হল সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায়। এই সাতটি অ্যাডিশোনাল ক্লাস রুমের জন্য প্রায় ৬৫ লক্ষ টাকা বরাদ্ধ করা হয়েছে। তার মধ্যে চারটি অ্যাডিশোনাল ক্লাস রুম এর ৪২ লক্ষ টাকা দিয়ে কাজের শুভ সূচনা হল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});