কালিয়াগঞ্জ যেন দৃশ্যদূষণের শহরে পরিণত হয়েছে
1 min read
তন্ময়
চক্রবত্তী ঃ– উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মুখ ঢেকেছে
বিজ্ঞাপনে। বিভিন্ন রাস্তার ধার ও বিদ্যুতের খুঁটি কেথাও বাকি নেই।
চক্রবত্তী ঃ– উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মুখ ঢেকেছে
বিজ্ঞাপনে। বিভিন্ন রাস্তার ধার ও বিদ্যুতের খুঁটি কেথাও বাকি নেই।
এর জেরে একদিকে
যেমন দৃশ্যদূষণ হচ্ছে, তেমনি অন্যদিকে দুর্ঘটনাও ঘটছে। বাণিজ্যিক ও বহুজাতিক বিভিন্ন
প্রতিষ্ঠান নিজেদের প্রচারের কাজে ব্যবহৃত হোর্ডিং, ব্যানার, পোস্টারে শহর
ছয়লাপ করে দিয়েছে। রাস্তার ব্যস্ত মোড়গুলিও হোর্ডিয়ে ছয়লাপ থাকায় গাড়ি চালকদের
অসুবিধা হচ্ছে। ফলে দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এই বিষয়টি নিয়ে পুরসভার কোন
হেলদোল নেই ।
যেমন দৃশ্যদূষণ হচ্ছে, তেমনি অন্যদিকে দুর্ঘটনাও ঘটছে। বাণিজ্যিক ও বহুজাতিক বিভিন্ন
প্রতিষ্ঠান নিজেদের প্রচারের কাজে ব্যবহৃত হোর্ডিং, ব্যানার, পোস্টারে শহর
ছয়লাপ করে দিয়েছে। রাস্তার ব্যস্ত মোড়গুলিও হোর্ডিয়ে ছয়লাপ থাকায় গাড়ি চালকদের
অসুবিধা হচ্ছে। ফলে দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এই বিষয়টি নিয়ে পুরসভার কোন
হেলদোল নেই ।
রাস্তার উপরে যত্রতত্র ঝুলছে বড় বড় হোর্ডিং, ব্যানার।
অধিকাংশ পুরসভার অনুমতি ছাড়াই ঝুলছে। সবকিছু দেখে শুনেও উদাসীন পুরসভা কর্তৃপক্ষ।
নাগরিকদের ভোগান্তি নিয়ে পুরসভার কোনও ভ্রুক্ষেপ নেই। কালিয়াগঞ্জ শহরের ঘনবসতি ও জনবহুল
এলাকাগুলিতে বিভিন্ন বহুজাতিক সংস্থা উৎসবের মরশুমে বিভিন্ন ভোগ্য সামগ্রীর
প্রচার চালাতে হোর্ডিং, ব্যানার লাগিয়ে প্রচার করেছে।
অধিকাংশ পুরসভার অনুমতি ছাড়াই ঝুলছে। সবকিছু দেখে শুনেও উদাসীন পুরসভা কর্তৃপক্ষ।
নাগরিকদের ভোগান্তি নিয়ে পুরসভার কোনও ভ্রুক্ষেপ নেই। কালিয়াগঞ্জ শহরের ঘনবসতি ও জনবহুল
এলাকাগুলিতে বিভিন্ন বহুজাতিক সংস্থা উৎসবের মরশুমে বিভিন্ন ভোগ্য সামগ্রীর
প্রচার চালাতে হোর্ডিং, ব্যানার লাগিয়ে প্রচার করেছে।
এছাড়াও শহরের অনেক জায়গায়
রাজনৈতিক নেতাদের হোর্ডিং, ব্যানারে শুভেচ্ছা জানিয়ে প্রচার করা হয়েছে। শহরের হাসপাতাল
মোড়, বিবেকান ন্দ মোড় , কালীবাড়ী মোড় , সহ
বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় রাস্তার ধারে বড়বড়
হোর্ডিং, ব্যানারে ছেয়ে
রয়েছে।
রাজনৈতিক নেতাদের হোর্ডিং, ব্যানারে শুভেচ্ছা জানিয়ে প্রচার করা হয়েছে। শহরের হাসপাতাল
মোড়, বিবেকান ন্দ মোড় , কালীবাড়ী মোড় , সহ
বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় রাস্তার ধারে বড়বড়
হোর্ডিং, ব্যানারে ছেয়ে
রয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিভিন্ন অলিগলি রাস্তার পাশে, বিভিন্ন বাড়ির
ছাদে বড় বড় অনেক ধরনেরই হোর্ডিং এখনও জ্বলজ্বল করছে। পুরসভার কর্মকর্তারা
জানিয়েছেন, অনেক বেআইনি হোর্ডিং ব্যানার যত্রতত্র শহরে ছড়িয়ে রয়েছে।
ছাদে বড় বড় অনেক ধরনেরই হোর্ডিং এখনও জ্বলজ্বল করছে। পুরসভার কর্মকর্তারা
জানিয়েছেন, অনেক বেআইনি হোর্ডিং ব্যানার যত্রতত্র শহরে ছড়িয়ে রয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বহুজাতিক সংস্থার বিভিন্ন প্রচারের সঙ্গে পাল্লা দিয়ে শুভেচ্ছা জানানোর পোস্টার
ব্যানারও শহরে কম লাগানো হয়নি।
ব্যানারও শহরে কম লাগানো হয়নি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সবমিলিয়ে শহর জুড়ে এত হোর্ডিং ব্যানার ছড়িয়ে
রয়েছে যে অনেক সময় অসতর্ক হয়ে যানবাহন চালকদের সেদিকে নজর গেলে দুর্ঘটনা ঘটতে
পারে। শহরবাসীর অভিযোগ, সবকিছু দেখে মনে হয় এখানে পুরসভার নজরদারি বলে কিছু নেই। কালিয়াগঞ্জ যেন দৃশ্যদূষণের শহরে
পরিণত হয়েছে।
রয়েছে যে অনেক সময় অসতর্ক হয়ে যানবাহন চালকদের সেদিকে নজর গেলে দুর্ঘটনা ঘটতে
পারে। শহরবাসীর অভিযোগ, সবকিছু দেখে মনে হয় এখানে পুরসভার নজরদারি বলে কিছু নেই। কালিয়াগঞ্জ যেন দৃশ্যদূষণের শহরে
পরিণত হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});