January 8, 2025

কালিয়াগঞ্জ যেন দৃশ্যদূষণের শহরে পরিণত হয়েছে

1 min read

তন্ময় 
চক্রবত্তী ঃ
উত্তর  দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ  শহরের মুখ ঢেকেছে
বিজ্ঞাপনে। বিভিন্ন রাস্তার ধার ও বিদ্যুতের খুঁটি কেথাও বাকি নেই। 

এর জেরে একদিকে
যেমন দৃশ্যদূষণ হচ্ছে
, তেমনি অন্যদিকে দুর্ঘটনাও ঘটছে। বাণিজ্যিক ও বহুজাতিক বিভিন্ন
প্রতিষ্ঠান নিজেদের প্রচারের কাজে ব্যবহৃত হোর্ডিং
, ব্যানার, পোস্টারে শহর
ছয়লাপ করে দিয়েছে। রাস্তার ব্যস্ত মোড়গুলিও হোর্ডিয়ে ছয়লাপ থাকায় গাড়ি চালকদের
অসুবিধা হচ্ছে। ফলে দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
যদিও এই  বিষয়টি নিয়ে পুরসভা  কোন 
হেলদোল নেই । 

রাস্তার উপরে যত্রতত্র ঝুলছে বড় বড় হোর্ডিং, ব্যানার।
অধিকাংশ পুরসভার অনুমতি ছাড়াই ঝুলছে। সবকিছু দেখে শুনেও উদাসীন পুরসভা কর্তৃপক্ষ।
নাগরিকদের ভোগান্তি নিয়ে পুরসভার কোনও ভ্রুক্ষেপ নেই।
কালিয়াগঞ্জ  শহরের ঘনবসতি ও জনবহুল
এলাকাগুলিতে বিভিন্ন বহুজাতিক সংস্থা উৎসবের মরশুমে বিভিন্ন ভোগ্য সামগ্রীর
প্রচার চালাতে হোর্ডিং
, ব্যানার লাগিয়ে প্রচার করেছে।

 এছাড়াও শহরের অনেক জায়গায়
রাজনৈতিক নেতাদের হোর্ডিং
, ব্যানারে শুভেচ্ছা জানিয়ে প্রচার করা হয়েছে। শহরের হাসপাতাল 
মোড়
,   বিবেকান ন্দ মোড় , কালীবাড়ী মোড় , সহ
 বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় রাস্তার ধারে বড়বড়
হোর্ডিং
, ব্যানারে ছেয়ে
রয়েছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


  বিভিন্ন অলিগলি রাস্তার পাশে, বিভিন্ন বাড়ির
ছাদে বড় বড় অনেক ধরনেরই হোর্ডিং এখনও জ্বলজ্বল করছে। পুরসভার কর্মকর্তারা
জানিয়েছেন
, অনেক বেআইনি হোর্ডিং ব্যানার যত্রতত্র শহরে ছড়িয়ে রয়েছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 বহুজাতিক সংস্থার বিভিন্ন প্রচারের সঙ্গে পাল্লা দিয়ে শুভেচ্ছা জানানোর পোস্টার
ব্যানারও শহরে কম লাগানো হয়নি।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 সবমিলিয়ে শহর জুড়ে এত হোর্ডিং ব্যানার ছড়িয়ে
রয়েছে যে অনেক সময় অসতর্ক হয়ে যানবাহন চালকদের সেদিকে নজর গেলে দুর্ঘটনা ঘটতে
পারে। শহরবাসীর অভিযোগ
, সবকিছু দেখে মনে হয় এখানে পুরসভার নজরদারি বলে কিছু নেই। কালিয়াগঞ্জ  যেন দৃশ্যদূষণের শহরে
পরিণত হয়েছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..