January 8, 2025

আগামী লোক সভা নির্বাচন কে কেন্দ্র করে চোরাচালান ও সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য যৌথ মিটিং হল পুলিশ ও বিএসএফের

1 min read

বিনোদ
রুনটা ও সুব্রত  সাহা   ঃO
উত্তর দিনাজপুর জেলার জেলা প্রশাসন ও
বিএসএফের মধ্যে আজ এক যৌথ মিটিং হল রায়গঞ্জ কর্নজোড়া  মাল্টিপারপাস হলে মিটিংয়ে জেলার আইন-শৃংখলার উন্নতি
চোরাচালান ও সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আগামী দিনে কি করা হবে
সে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয় এছাড়া সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্ত লাগোয়া
গ্রামগুলিতে জোরদার বিএসএফের নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয় এই বৈঠকে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 উত্তর দিনাজপুর জেলার তিনদিক ঘিরেই রয়েছে ভারতবাংলাদেশ আন্তর্জাতিক সীমারেখা ২২৭ কিলোমিটার এই আন্তর্জাতিক সীমানার ওপারে আজও বহু ভারতীয় মানুষের কৃষিজমি রয়েছে বিএসএফ এর কড়া নজরদাড়ির মধ্যে সীমান্তের গেট দিয়ে নির্ধারিত সময়ে এপারের মানুষ ওপারে গিয়ে চাষাবাদ করেন  সম্প্রতি সীমান্তে চোরাচালান, নারী শিশু পাচারসহ একাধিক অপরাধমূলক ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন প্রশাসন আগামী বছরের গোড়াতেই দেশের লোকসভা নির্বাচন সীমান্ত পেরিয়ে এপারে এসে কোনও নাশকতামূলক কাজকর্ম যাতে না ঘটে তারজন্য সতর্ক প্রশাসন আগে থাকতেই জেলায় থাকা ১৪৬, ১৭১, ৯৪, ১৩৫, ৫১, ১৬৭ নম্বর মোট ছটি ব্যাটালিয়ানের বিএসএফ আধিকারিকদের সাথে বৈঠক করলেন উত্তর দিনাজপুর জেলাশাসক জেলা পুলিশ সুপারসহ জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকেরা এসময় যাতে অপ্রীতিকর কোনও ঘটনা না যাতে না ঘটে সেজন্য বিএসএফ জওয়ানদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন বিএসএফ এর রায়গঞ্জ সেক্টরের ডিআইজি টি জি সিমটে  তিনি এও জানান, পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় রেখে কাজ করার ফলে সীমান্তে আইনশৃঙখলার অনেক উন্নতি ঘটেছে কমেছে চোরাচালান, গরুপাচারসহ নানা অপরাধমূলক কাজকর্ম জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন,  জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকাজুড়ে যেসব গ্রাম রয়েছে সেসব গ্রামগুলিতে চোরাচালান, পাচারসহ অপরাধমূলক কাজকর্ম প্রতিরোধে বিএসএফ এর সাথে সমন্বয় রেখে আইনশৃঙখলা বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..