প্লাস্টিক ক্যারি বাগ মুক্ত শহর গরতে রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস নয়া অভিযান
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তন্ময় চক্রবত্তী ঃ– প্লাস্টিক ক্যারি বাগ মুক্ত শহর গরতে এবং দূষণের হাত থেকে রক্ষা পেতে এবার অভিনব
কায়দায় শহরের বিভিন্ন রাস্তায় নামলেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস পৌরসভার কাউন্সিলরদের সাথে নিয়ে। বারেবারে রায়গঞ্জে বিভিন্ন জায়গায় এর আগে প্লাস্টিক মুক্ত করার জন্য আবেদন জানানো হলেও এখনো কিছু কিছু জায়গায় বিভিন্ন দোকানদাররা তা মানছেন না। এবার তাদের কড়া হাতে মোকাবেলা করতে শহরের বিভিন্ন জায়গায় হানা দিলেন পৌরপতি সন্দীপ বিশ্বাস পৌরসভার কাউন্সিলরদের সাথে নিয়ে। উল্লেখ্য পুজোর আগেই রায়গঞ্জ পৌরসভা প্লাস্টিকের ক্যারি ব্যাগ রুখতে একবার অভিযান চালিয়েছিল আজ আবার এই অভিযান চালানো হল শহরের রেল স্টেশন লাগোয়া বিভিন্ন জায়গায়। শুধু অভিযানই নয় একাধিক ব্যবসায়ীকে জরিমানাও করা হয়। এছাড়া শহরের বিবিডি মোড় এলাকায় দুই ক্যারিব্যাগ বিক্রেতা দোকানেও হানা দেয় পৌরপতি সহ পৌরসভার কাউন্সিলররা। পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস জানান প্লাস্টিক মুক্ত ক্যারি ব্যাগ বর্জন করাই হলো এখন রায়গঞ্জ পৌরসভা মূল লক্ষ্য । শহরের বিভিন্ন জায়গায় এই প্লাস্টিক ক্যারি ব্যাগ বর্জন করতে আজকে যেমন অভিযান চালানো হলো তেমনি আগামী দিনে অভিযান চালানো হবে।
কায়দায় শহরের বিভিন্ন রাস্তায় নামলেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস পৌরসভার কাউন্সিলরদের সাথে নিয়ে। বারেবারে রায়গঞ্জে বিভিন্ন জায়গায় এর আগে প্লাস্টিক মুক্ত করার জন্য আবেদন জানানো হলেও এখনো কিছু কিছু জায়গায় বিভিন্ন দোকানদাররা তা মানছেন না। এবার তাদের কড়া হাতে মোকাবেলা করতে শহরের বিভিন্ন জায়গায় হানা দিলেন পৌরপতি সন্দীপ বিশ্বাস পৌরসভার কাউন্সিলরদের সাথে নিয়ে। উল্লেখ্য পুজোর আগেই রায়গঞ্জ পৌরসভা প্লাস্টিকের ক্যারি ব্যাগ রুখতে একবার অভিযান চালিয়েছিল আজ আবার এই অভিযান চালানো হল শহরের রেল স্টেশন লাগোয়া বিভিন্ন জায়গায়। শুধু অভিযানই নয় একাধিক ব্যবসায়ীকে জরিমানাও করা হয়। এছাড়া শহরের বিবিডি মোড় এলাকায় দুই ক্যারিব্যাগ বিক্রেতা দোকানেও হানা দেয় পৌরপতি সহ পৌরসভার কাউন্সিলররা। পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস জানান প্লাস্টিক মুক্ত ক্যারি ব্যাগ বর্জন করাই হলো এখন রায়গঞ্জ পৌরসভা মূল লক্ষ্য । শহরের বিভিন্ন জায়গায় এই প্লাস্টিক ক্যারি ব্যাগ বর্জন করতে আজকে যেমন অভিযান চালানো হলো তেমনি আগামী দিনে অভিযান চালানো হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});