বতর্মানের কথার খবরের জেরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের আনলাকি থার্টিন এর তকমা ঘুচতে চলছে পৌরপতি কাত্তিক চন্দ্র পাল এর উদ্যোগে ?
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তন্ময় চক্রবত্তী ঃ- অবশেষে বতর্মানের কথার খবরের জেরে দীর্ঘদিন ধরে চলা
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ডের
আনলাকি থার্টিন এর তকমা
সম্ভবত এবার ঘুচতে চলছে। আজ তারই লক্ষ্যে কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যগে কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরের মাঠে একটি উচ্চ
বাতি স্তম্ভ আলো বসানোর জন্য জোর প্রস্তুতি নিয়ে ফেললেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরোপতি কাতিক চন্দ্র পাল।
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ডের
আনলাকি থার্টিন এর তকমা
সম্ভবত এবার ঘুচতে চলছে। আজ তারই লক্ষ্যে কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যগে কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরের মাঠে একটি উচ্চ
বাতি স্তম্ভ আলো বসানোর জন্য জোর প্রস্তুতি নিয়ে ফেললেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরোপতি কাতিক চন্দ্র পাল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আজ তিনি নিজেই মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরের মাঠে এই আলো কোথায় বসানো হবে তা ঠিক করতে আসেন । সাথে ছিলেন আধিকারিকরাও ।জানা যায় প্রায় ৯ লক্ষ্য টাকা ব্যয়ে এই উচ্চ বাতি
স্তম্ভ আলো বসতে চলছে।আরো জানা এই উচ্চ বাতি সম্ভ আলো তে মোট ৮ টি আলোতে থাকবে। এদিকে দীর্ঘ দিনের একটি দাবিকে
আজ প্রাধান্য দিয়ে পৌরপতি যে উদ্যোগ নিল কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ নাট মন্দির চত্বরে
উচ্চ বাতিস্তম্ভ আলোর লাগানোর তাতে খুশি এলাকার নাগরিকরা ।
স্তম্ভ আলো বসতে চলছে।আরো জানা এই উচ্চ বাতি সম্ভ আলো তে মোট ৮ টি আলোতে থাকবে। এদিকে দীর্ঘ দিনের একটি দাবিকে
আজ প্রাধান্য দিয়ে পৌরপতি যে উদ্যোগ নিল কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ নাট মন্দির চত্বরে
উচ্চ বাতিস্তম্ভ আলোর লাগানোর তাতে খুশি এলাকার নাগরিকরা ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তারা বলেন দেরিতে হলেও এবার
হয়তো আনলাকি থার্টিনের তকমা ঘূচবে পৌরোপতি উদ্যোগেই। ঊল্লেখ্য গত ২৮ নভেম্বর
এই প্রতিবেদক , আনলাকি থার্টিন এর কবলে কালিয়াগঞ্জের ১৩ নং ওয়ার্ড , তাই পৌরসভার অনেক
সুযোগ সুবিধা থেকে বঞ্চিত শিরোনামে একটি প্রতিবেদন
লিখেছিল এবং সেখানে বলা হয়েছিল আনলাকি থার্টিন এর জেরে কালিয়াগঞ্জ এর এই ১৩ নম্বর
ওয়ার্ড নানা ক্ষেত্রে বঞ্চিত হয়ে যাচ্ছিল । রাস্তা থেকে আরম্ভ করে সব কিছু কাজের
দিক দিয়ে । কিন্তু প্রতিবেদন লেখার ঠিক দুদিন
পরে রাস্তার কাজ যেমন শুরু হয়েছে দ্রুত গতিতে তেমনি উচ্চ বাতিস্তম্ভ আলো লাগানোর কাজ
শুরু হতে চলছে এই ওয়ার্ডে । এখন দেখার বিষয় এই ১৩ নম্বর ওয়ার্ডের নাগরিকরা কি বলেন। তাহলে কি সত্যি সত্যি এবার সেই তকমা ঘুচিয়ে আলোর
পথে ফিরবে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কাত্তিক চন্দ্র পাল এর উদ্যোগে এই কালিয়াগঞ্জ
পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড।উল্লেখ্য বহুদিন ধরে এই নাটমন্দির চত্রর সন্ধ্যার পর থেকে ঠিকঠাক আলো না থাকার জন্য সমাজবিরোধীদের আখড়ায় পরিণত হয়েছিল শুধু তাই নয় মহেন্দ্রগঞ্জ চত্বরে বিভিন্ন জায়গায় মদের আসর বসতো আজ এই আলো বসানো হলে সেই সমস্যা দূর হয়ে যাবে বলে সাধারণ মানুষরা মনে করছেন ।
হয়তো আনলাকি থার্টিনের তকমা ঘূচবে পৌরোপতি উদ্যোগেই। ঊল্লেখ্য গত ২৮ নভেম্বর
এই প্রতিবেদক , আনলাকি থার্টিন এর কবলে কালিয়াগঞ্জের ১৩ নং ওয়ার্ড , তাই পৌরসভার অনেক
সুযোগ সুবিধা থেকে বঞ্চিত শিরোনামে একটি প্রতিবেদন
লিখেছিল এবং সেখানে বলা হয়েছিল আনলাকি থার্টিন এর জেরে কালিয়াগঞ্জ এর এই ১৩ নম্বর
ওয়ার্ড নানা ক্ষেত্রে বঞ্চিত হয়ে যাচ্ছিল । রাস্তা থেকে আরম্ভ করে সব কিছু কাজের
দিক দিয়ে । কিন্তু প্রতিবেদন লেখার ঠিক দুদিন
পরে রাস্তার কাজ যেমন শুরু হয়েছে দ্রুত গতিতে তেমনি উচ্চ বাতিস্তম্ভ আলো লাগানোর কাজ
শুরু হতে চলছে এই ওয়ার্ডে । এখন দেখার বিষয় এই ১৩ নম্বর ওয়ার্ডের নাগরিকরা কি বলেন। তাহলে কি সত্যি সত্যি এবার সেই তকমা ঘুচিয়ে আলোর
পথে ফিরবে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কাত্তিক চন্দ্র পাল এর উদ্যোগে এই কালিয়াগঞ্জ
পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড।উল্লেখ্য বহুদিন ধরে এই নাটমন্দির চত্রর সন্ধ্যার পর থেকে ঠিকঠাক আলো না থাকার জন্য সমাজবিরোধীদের আখড়ায় পরিণত হয়েছিল শুধু তাই নয় মহেন্দ্রগঞ্জ চত্বরে বিভিন্ন জায়গায় মদের আসর বসতো আজ এই আলো বসানো হলে সেই সমস্যা দূর হয়ে যাবে বলে সাধারণ মানুষরা মনে করছেন ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});