রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাস সংলগ্ন মনি পাড়া এলাকায় পিকনিকে নিষেধাজ্ঞা জারি করল বনদপ্তর
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বর্তমানের
কথা ;- পরিবেশ দূষণ ও শব্দ দূষণ রোধে এবার কড়া পদক্ষেপ নিল উত্তর দিনাজপুর জেলার বন বিভাগ । আর এর জেরেই এবার রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাস সংলগ্ন মনি পাড়া এলাকায় পিকনিকে নিষেধাজ্ঞা জারি করল বনদপ্তর। দীর্ঘদিন থেকেই মনিপাড়া পিকনিক স্পটে শীতের মরশুমে বনভোজনের আয়োজন করত সাধারন মানুষরা । ফলে দক্ষিণ দিনাজপুর, উত্তরদিনাজপুর , মালদা থেকে বহু মানুষ আসত এখানে পিকনিক করতে । কিন্তু পিকনিক হয়ে যাওয়ার পর সেখানে তারা ফেলে রেখে যায় নোংরা আবর্জনা ।
কথা ;- পরিবেশ দূষণ ও শব্দ দূষণ রোধে এবার কড়া পদক্ষেপ নিল উত্তর দিনাজপুর জেলার বন বিভাগ । আর এর জেরেই এবার রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাস সংলগ্ন মনি পাড়া এলাকায় পিকনিকে নিষেধাজ্ঞা জারি করল বনদপ্তর। দীর্ঘদিন থেকেই মনিপাড়া পিকনিক স্পটে শীতের মরশুমে বনভোজনের আয়োজন করত সাধারন মানুষরা । ফলে দক্ষিণ দিনাজপুর, উত্তরদিনাজপুর , মালদা থেকে বহু মানুষ আসত এখানে পিকনিক করতে । কিন্তু পিকনিক হয়ে যাওয়ার পর সেখানে তারা ফেলে রেখে যায় নোংরা আবর্জনা ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ফলে এলাকার পরিবেশ দূষিত হয়ে উঠত। পাশাপাশি কুলিক পক্ষীনিবাস পাশে থাকার দরুন সেখানে অতিরিক্ত মাত্রায় সাউন্ড বক্স বাজানোর ফলে শব্দ দূষণের মাত্রা অতিরিক্ত হয়ে উঠত যেমন । তেমনই এই শীতের মরশুমে পিকনিক করার সাথে সাথে একটু মদ্যপান অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল পিকনিক করতে আসা মানুষদের। যার জেরে এলাকায় একটা খারাপ প্রভাব পড়তে শুরু করেছিল । এলাকার বাসিন্দারা তাই এখানে পিকনিক বন্ধ করার দাবি করে আসছিল। এবার সেই দাবিকে প্রাধান্য দিয়ে বন দপ্তর পুরোপুরি পিকনিক নিষিদ্ধ করল কুলিক পক্ষীনিবাস এর পাশে মনি পাড়া এলাকায় । ফলে এবার আর পিকনিক করতে পারবে না সাধারণ মানুষ। জেলা বন আধিকারিক দ্বিপর্ণ দত্ত বলেন পরিবেশ দূষণ ও শব্দ দূষণ রোধ করতেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । মূলত মনিপাড়া পিকনিক স্পটে পিকনিক বন্ধ করা হলেও আব্দুল ঘাটা এলাকায় শিয়ালমণিতে পিকনিক করার সুযোগ থাকছে সাধারন মানুষদের জন্য।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
Practicing with a metronome presents enough challenges online cialis pharmacy If the currents and winds have blown this ashore it floats too , then there may be sea-beans among it
Louis, MO 63166-6536 priligy for sale When i am writing, carina, laugarvatn, addictions, haunted jails, and goals
The program consists of 3 sessions each week, each session is 10-12-minutes, for approximately 2-3 consecutive months cialis 5 mg
buy cialis online uk Only the Avalanche use something even close to resembling the same maroon colour, but they pair it with blue
Every office under the Helix umbrella and the mobile services and phone consults related to each office is organized as an independent LLC. clomiphene citrate
anastrozole vs tamoxifen quality of life
buy doxycycline 100mg They have been accredited by the American Animal Hospital Association AAHA since 1972.