January 7, 2025

কালিয়াগঞ্জ গেল বিজেপি’র পক্ষে

1 min read

বর্তমানের কথা ;- কর্মাধ্যক্ষ
নির্বাচন
হল  রায়গঞ্জ পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ সভাপতি নির্বাচনের একমাস পর এদিন রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাকক্ষে মোট জন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচন করা হয় অপরদিকে,
উত্তর
দিনাজপুর
জেলা
পরিষদের
দুটি
স্থায়ী
সমিতির
কর্মাধ্যক্ষ
নির্বাচনও
এদিন
হয় জেলা পরিষদের টি স্থায়ী সমিতি গঠন হওয়ার পর দুটি স্থায়ী সমিতি থেকে দুই সদস্য পদত্যাগ করায় এর আগে ওই দুটি স্থায়ী সমিতি গঠন তার কর্মাধ্যক্ষ নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল এবারই
প্রথম
কংগ্রেসের
হাত
থেকে
পঞ্চায়েত
সমিতির
দখল
নিল
তৃণমূল রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির অর্ন্তগত যে তিনটি বিধানসভা রয়েছে সেসব জায়গার সদস্যদের গুরুত্ব দিয়ে কর্মাধ্যক্ষ পদে নির্বাচন করা হয়েছে 

অন্যদিকে
এদিনই
কালিয়াগঞ্জ
পঞ্চায়েতে
সমিতিতে
কর্মাধ্যক্ষ
নির্বাচন
হয় সেখানে টি কর্মাধ্যক্ষ পদেই বিজেপির প্রতিনিধিরা বসেন রায়গঞ্জ পঞ্চায়েত
সমিতির
সহ
সভাপতি
তৃণমূলের
মানস
ঘোষ
বলেন,
এদিন
পঞ্চায়েত
সমিতির
জন
কর্মাধ্যক্ষ
পদে
বসেছেন প্রশাসনিক জটিলতার কারণে কর্মাধ্যক্ষ নির্বাচন হতে কিছুটা দেরি হল তবে
এর
জন্য
উন্নয়নের
কাজ
কোনওভাবেই
বিঘ্নিত
হয়নি 
এবারের পঞ্চায়েত
নির্বাচনে
রায়গঞ্জ
পঞ্চায়েত
সমিতির
নির্বাচনে
৪২টি
আসনের
মধ্যে
২৫টিতে
জয়
পায়
তৃণমূল বাকি আসনগুলির মধ্যে ১৬টি বিজেপি এবং একটি আসনে কংগ্রেস জয়ী হয় তৃণমূল
তফসিলি
উপজাতি
সম্প্রদায়ের
ছিতা
টুডুকে
সভাপতি
নির্বাচন
করে মানসবাবু সাধারণ আসন থেকে নির্বাচিত হয়ে সহ সভাপতি নির্বাচিত হন এদিন
পঞ্চায়েত
সমিতির
জনস্বাস্থ্য
পরিবেশ
কর্মাধ্যক্ষ
হন
ব্যোমকেশ
বর্মন পূর্ত পরিবহণ কর্মাধ্যক্ষ হয়েছেন সত্যজিৎ বর্মন কৃষি
সেচ
সমবায়ে
হবিবুর
রহমান,
শিক্ষাসংস্কৃতি
তথ্য
ক্রীড়ায়
অনুপ
কর,
নারী
শিশু
উন্নয়ন
সমাজ
কল্যাণ
ত্রাণে
পম্পা
দেবনাথ,
বন
ভূমি
সংস্কারে
টুম্পা
বর্মন
সরকার,
মৎস্য
প্রাণিসম্পদ
বিকাশ
কর্মাধ্যক্ষ
হয়েছেন
সুমী
মণ্ডল
ঘোষ,
খাদ্য
সরবরাহের
দায়িত্বে
আসেন
আফতাব
হোসেন,
ক্ষুদ্র
শিল্প
বিদ্যুৎ
অচিরাচরিত
শক্তি
স্থায়ী
সমিতির
কর্মাধ্যক্ষ
হন
জলনুরি
বিবি পঞ্চায়েত সমিতির দাবি, আগামীদিনে এলাকার উন্নয়নই তাদের একমাত্র লক্ষ্য হবে হেমতাবাদ
কালিয়াগঞ্জ
বিধানসভার
একাংশ
রায়গঞ্জ
পঞ্চায়েত
সমিতি
এলাকার 



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

মধ্যে রয়েছে উত্তর দিনাজপুর জেলা পরিষদের পরিষদীয় দলনেতা তৃণমূলের পূর্ণেন্দু দে বলেনজেলা পরিষদের জন কর্মাধ্যক্ষের মধ্যে সাতজন আগেই নির্বাচিত হয়েছিলেনএদিন মৎস্য  প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ হিসেবে পম্পা পাল এবং বিদ্যুৎ  অচিরাচরিত শক্তি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ পদে বিপাশা দাস সিনহা নির্বাচিত হনটি কর্মাধ্যক্ষ নির্বাচন হয়ে যাওয়াতে স্বাভাবিকভাবেই অর্থ স্থায়ী সমিতিও গঠিত হলআগামী  ডিসেম্বর অর্থ স্থায়ী সমিতির বৈঠক ডাকা হয়েছে 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..