পতিরাম নাগরিক ও যুবসমাজের মানবিক মুখ
1 min readপতিরাম নাগরিক ও যুবসমাজের মানবিক মুখ
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৩০আগস্ট:মা বাবা হীন হতদরিদ্র অসুস্থ দক্ষিণ দিনাজপুরের পতিরামের মানইল গ্রামের শুভঙ্করী মন্ডলের সমস্ত চিকিৎসা এবং পুষ্টিকর খাবারের দায়িত্ব নিয়েছিল গত সারে তিন মাস আগেই পতিরাম নাগরিক ও যুব সমাজ।সোমবার আর এক দফায় এক-দেড় মাসের পুষ্টিকর খাবার তার বাড়িতে পৌছে দেওয়া হলো বলে জানালেন পতিরাম নাগরিক ও যুব মঞ্চের গুরুত্বপূর্ন সদস্য বিশ্বজিৎ প্রামানিক।তিনি বলেনকিছুদিন পরপর তাকে ডাক্তার দেখানো,ওষুধ এবং
বিভিন্ন টেস্ট করানোর কাজ ধারাবাহিক ভাবেই চলছে।গত দুই বছর ধরেই তার কলেজে ভর্তির বিষয়টিতেও আমরা সহযোগিতা করেছিলাম।পড়াশোনা চালিয়ে যাবার জন্য বিভিন্ন সহযোগিতা যে ভাবে চলছে তা আগামীতেও চলবে।*আমাদের সংস্থা ছাড়াও পতিরামের কয়েকজন সহৃদয় ব্যক্তিও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
পতিরাম নাগরিক ও যুব সমাজ তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চায়না।সোমবারপৌছে দেওয়া হলো শুভঙ্করী মন্ডলের বাড়িতেচাল-40 কেজিডিম-30টামশুর ডাল-1কেজিসরষের তেল-1কেজিসয়াবিন-10 প্যাকেটসাবান-5টাসার্ফ-1/2 কেজিস্যাম্পু-10 পাতা এই সমস্ত সামগ্রি পেয়ে