ভাদু গান টিকিয়ে রাখার বার্তা লাভপুরের বাঘা গ্রামে
1 min readভাদু গান টিকিয়ে রাখার বার্তা লাভপুরের বাঘা গ্রামে
দিব্যেন্দু গোস্বামী বীরভূম ভাদু উৎসব বা ভাদু পুজাকে টিকিয়ে রাখতে লাভপুরের বাঘা গ্রামে ভাদু গানের আয়োজন । পুরুলিয়া জেলায় ভাদু পুজা বা ভাদু উৎসবের উৎপত্তি । বর্তমান ডিজিটাল যুগে এই গান ধীরে ধীরে লুপ্ত হতে চলেছে তাই লুপ্তপ্রায় লোক সংস্কৃতি ভাদু উৎসব, ভাদু গান, ভাদু পুজা আঁকড়িয়ে ধরে রাখতে দেখা গেলো লাভপুরের গ্রামে ।
লাভপুরের গীতিকার মহম্মদ ওয়ারেস রচিত ভাদু গান ১৯৮৮ সাল থেকে গেয়ে আসছেন “বাঘা সম্প্রীতি লোকসংস্কৃতি গোষ্ঠী” । এই গানের দলের পরিচালক বিমল বাগ্দী গানের মাধ্যমে ভাদু উৎসবকে টিকিয়ে রাখার বার্তা দেন । ভাদু গানের এই দলটি লাভপুরের বাঘা, ভাটরা, লাঙলহাটা, কাজীপাড়া গ্রামগুলিতে ঘুরে ঘুরে ভাদ্র মাসে ভাদু গান পরিবেশন করেন । সম্প্রতি ভাদু গান গেয়েছেন কন্ঠশিল্পী দশরথ বাগ্দী, আনন্দ বাগ্দী । এছাড়াও প্রবাস বাগ্দী, বিমান বাগ্দী, প্রশান্ত বাগ্দী, সুরেশ বাগ্দী সহ ১৬ জনের এই গানের দলটি এলাকায় এলাকায় ভাদু গান পরিবেশন করে সহযোগিতা করে চলেছেন ।