January 8, 2025

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ১৯তম রাজ্য সম্মেলনের কালিয়াগঞ্জের প্রস্তুতি সভায় মঃ সেলিম

1 min read

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ১৯তম রাজ্য সম্মেলনের কালিয়াগঞ্জের প্রস্তুতি সভায় মঃ সেলিম

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৩০আগস্ট:আগামী ২-৪ শে অক্টোবর ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ১৯তম রাজ্য সন্মেলন এবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই উপলক্ষে সোমবার কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোড়ের সিপিআইএমের দলীয় কার্যালয় জ্যোতি বসু ভবনে কালিয়াগঞ্জ দক্ষিণ লোকাল কমিটির আহ্বানে রাজ্য সম্মেলনকে

সফল করার লক্ষেএকটি কর্মী সভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখলেন পলিটব্যুরোর সদস্য তথা রায়গঞ্জের প্রাক্তন সাংসদ মঃ সেলিম।কর্মী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিএইএমের উত্তর দিনাজপুর জেলার সম্পাদক অপূর্ব পাল,সিপিআইএম নেতা ভারতেন্দ্র চৌধুরী,কালিয়াগঞ্জ দক্ষিণ লোকাল কমিটির সম্পাদক দেবাশীষ পাট্টাদার সহ বেশ কিছু কর্মীরা।কর্মী সভায় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্মেলনকে সফল করার জন্য মঃ সেলিম এখন থেকেই লক্ষ পূরণের উদ্দেশ্যে কাজ করে যেতে হবে বলে সবার প্ৰতি আহ্বান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..