January 8, 2025

সেন্ট জেভিয়ার্স স্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন উত্তর দিনাজপুর জেলার কর্মঠ পুলিশ সুপার সুমিত কুমার

1 min read

বিনোদ রুনটা ঃ– সুস্থ শরীর রাখতে খেলাধুলার বিকল্প নেই আর এই খেলাধুলাই পারে সুস্থ সমাজ গঠন করতে আজ উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়া এর ২০  তম সেন্ট জেভিয়ার্স স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার উদ্বোধন করতে এসে কথা বলেন উত্তর দিনাজপুর জেলার কর্মঠ পুলিশ সুপার সুমিত কুমার। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 তিনি বলেন শরীর চর্চার বিকল্প নেই,  তাই এই শরীরচর্চা আগামী দিনে একটি সুস্থ সবল মানুষ তৈরি করতে সাহায্য করেআজ সেন্ট জেভিয়ার্স স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে এসে  এমনি কথা বললেন জেলার পুলিশ সুপার সুমিত  কুমার


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


এদিন তিনি বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন।  অনুষ্ঠানে সেন্ট জেভিয়ার্স স্কুলের প্রিন্সিপাল ডেভিড রাজ বলেন,  যেভাবে আজকে স্কুলের ছাত্রছাত্রীরা তারা খেলাধুলার মাধ্যমে নিজেদের  প্রতিভাকে তুলে ধরল সকলের সামনে তা তুলনাহীনএমন ভাবেই আগামী দিনে তাদের চলতে হবে। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 তিনি সকল ছাত্রছাত্রীদের অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে বলেন তারা যেন  তাদের সন্তান দের  খেয়াল রাখেন ।  আগামী দিনের ভবিষ্যৎ তারাই ।   দিন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিভিন্ন ধরনের খেলার  পাশাপাশি একটি  নৃত্যানুষ্ঠানের আয়োজন ছিল।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..