কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি সৌজন্যবোধ ও হারিয়ে ফেলেছে বললেন কালিয়াগঞ্জ এর বিধায়ক প্রমথনাথ রায়
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তন্ময় চক্রবত্তী ঃ– কালিয়াগঞ্জ
পৌরসভা কে বারে বারে বিধায়ক কোটার কাজের জন্য প্রপোজাল পাঠানোর কথা বলা হলেও
কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি আজ অব্দি তার কাছে কোনো প্রোপোজাল পাঠায় নি উল্টে
বিধায়কের নামে উল্টাপাল্টা মন্তব্য করছে
বিভিন্ন জায়গায়। ফলে তার বিধায়ক কোটা টাকা কাছ থেকে আজ বঞ্চিত থেকে গেছে
কালিয়াগঞ্জ পৌরসভার নাগরিকরা ।
পৌরসভা কে বারে বারে বিধায়ক কোটার কাজের জন্য প্রপোজাল পাঠানোর কথা বলা হলেও
কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি আজ অব্দি তার কাছে কোনো প্রোপোজাল পাঠায় নি উল্টে
বিধায়কের নামে উল্টাপাল্টা মন্তব্য করছে
বিভিন্ন জায়গায়। ফলে তার বিধায়ক কোটা টাকা কাছ থেকে আজ বঞ্চিত থেকে গেছে
কালিয়াগঞ্জ পৌরসভার নাগরিকরা ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আজ এক
একান্ত সাক্ষাৎকারে একথা বলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক
প্রমথনাথ রায়। তিনি বলেন কালিয়াগঞ্জ
পৌরসভার পৌরপতি উন্নয়নের ক্ষেত্রেও দলবাজি করছেন। গণতান্ত্রিক ব্যবস্থায় এমনটা হওয়া কাম্য নয় ।
প্রমথ বাবু বলেন কালিয়াগঞ্জ পৌরসভার
পৌরপতি কার্তিক চন্দ্র পাল যে দিন থেকে পৌরপতির দায়িত্বে বসেছেন সেদিন থেকেই তিনি ভুলে গেছেন কালিয়াগঞ্জেও একজন বিধায়কও আছেন। তার ও বিধায়ক কোটার টাকায় ও অনেক ছোট খাট উন্নয়নমূলক
কাজ করা যায় । কিন্তু তিনি সেটা না করে সব সময় নিজে যেটা বুঝেন সেটাই করছেন । ফলে তার বিধায়ক কোটার টাকা থেকে আজ বঞ্চিত থেকে গেছে কালিয়াগঞ্জ পৌর
শহরের নাগরিকরা । এমনটা তিনি নাও করতে পারতেন। বিধায়ক বলেন ভোটের সময় রাজনীতি ঠিক আছে কিন্তু
তারপর রাজনীতি করা ঠিক নয় । এটা গণতন্ত্রের পক্ষে অশুভ। তিনি পৌরপতির উদ্দেশ্যে বলেন উৎসব চলাকালীন পৌরপতি তার
ব্যাপারে যে বক্তব্য রেখেছেন তা সবটাই মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত । কারণ তিনি
সব সময় চান কালিয়াগঞ্জ এর উন্নয়ন হোক । কিন্তু যদি পৌরপতি কোনো উন্নয়নমূলক কাজের প্রপোজাল না দেয় তার
কাছে তাহলে তিনি কিভাবে টাকা বরাদ্দ করবেন। তাই মানুষকে এইভাবে বিভ্রান্ত করা ঠিক নয় । বিধায়ক
বলেন যারা সামান্য উৎসবের একটা নিমন্ত্রণ পত্র বিধায়ককে পাঠাতে পারেন না , তাদের
কাছে আর কি সৌজন্যতা আশা করা যায়। তাই
তিনি বলেন এত অহংকার ও দাম্ভিকতা ভালো না।
একান্ত সাক্ষাৎকারে একথা বলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক
প্রমথনাথ রায়। তিনি বলেন কালিয়াগঞ্জ
পৌরসভার পৌরপতি উন্নয়নের ক্ষেত্রেও দলবাজি করছেন। গণতান্ত্রিক ব্যবস্থায় এমনটা হওয়া কাম্য নয় ।
প্রমথ বাবু বলেন কালিয়াগঞ্জ পৌরসভার
পৌরপতি কার্তিক চন্দ্র পাল যে দিন থেকে পৌরপতির দায়িত্বে বসেছেন সেদিন থেকেই তিনি ভুলে গেছেন কালিয়াগঞ্জেও একজন বিধায়কও আছেন। তার ও বিধায়ক কোটার টাকায় ও অনেক ছোট খাট উন্নয়নমূলক
কাজ করা যায় । কিন্তু তিনি সেটা না করে সব সময় নিজে যেটা বুঝেন সেটাই করছেন । ফলে তার বিধায়ক কোটার টাকা থেকে আজ বঞ্চিত থেকে গেছে কালিয়াগঞ্জ পৌর
শহরের নাগরিকরা । এমনটা তিনি নাও করতে পারতেন। বিধায়ক বলেন ভোটের সময় রাজনীতি ঠিক আছে কিন্তু
তারপর রাজনীতি করা ঠিক নয় । এটা গণতন্ত্রের পক্ষে অশুভ। তিনি পৌরপতির উদ্দেশ্যে বলেন উৎসব চলাকালীন পৌরপতি তার
ব্যাপারে যে বক্তব্য রেখেছেন তা সবটাই মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত । কারণ তিনি
সব সময় চান কালিয়াগঞ্জ এর উন্নয়ন হোক । কিন্তু যদি পৌরপতি কোনো উন্নয়নমূলক কাজের প্রপোজাল না দেয় তার
কাছে তাহলে তিনি কিভাবে টাকা বরাদ্দ করবেন। তাই মানুষকে এইভাবে বিভ্রান্ত করা ঠিক নয় । বিধায়ক
বলেন যারা সামান্য উৎসবের একটা নিমন্ত্রণ পত্র বিধায়ককে পাঠাতে পারেন না , তাদের
কাছে আর কি সৌজন্যতা আশা করা যায়। তাই
তিনি বলেন এত অহংকার ও দাম্ভিকতা ভালো না।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});