কালিয়াগঞ্জ মর্ডান জিম এর উদ্যোগে নর্থ বেঙ্গল দেহ সৌষ্ঠব চ্যাম্পিয়নশিপ-প্রতিযোগিতা
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর– রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাব মাঠে মর্ডান জিমের উদ্যোগে ও উত্তর দিনাজপুর বডি বিল্ডিং এসোসিয়েশনের সহ যোগীতায় নর্থ বেঙ্গল দেহ সৌষ্ঠব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার উদ্বোধন হয়। উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌর পিতা কার্তিক চন্দ্র পাল ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অনুষ্ঠান অন্যন্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার কমিশনার অমিত দেবগুপ্ত,বিশ্বনাথ মালাকার,জয়ন্ত কুমার বর্মন,সুজিত সরকার সহ অনেকে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই প্রতিযোগিতায় উত্তর বঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দুয়ার, মালদা, দক্ষিন দিনাজপুর এবং উত্তর দিনাজপুর জেলায় প্রতিযোগিরা এই বডি বিল্ডিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।কালিয়াগঞ্জ মর্ডান জিমের সম্পাদক বাচ্চু সরকার জানান এই প্ৰর্তিযোগীতায় প্রথম ,দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেবার সাথে সেরার সেরা পুরস্কার দেওয়া হবে বলে জানান।এই দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা দেখবার জন্য প্রচুর মানুষের ভীড় হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});