ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক পর্যালোচনা বৈঠক
1 min read
ঝাড়গাম এর মুখ্যমন্ত্রীর প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে আজ প্রশাসনের বিভিন্ন দফতরের কাজকর্মের প্রতি উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ঝাড়গ্রামের বিভিন্ন বেআইনি বালি খাদানের বিরুদ্ধে প্রশাসনের আধিকারিকদের অতিসত্বর অভিযান চালানো এবং পদক্ষেপ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশ দেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
হাতির হানায় এই জেলাতে গত এক বছরে 15 জনের মৃত্যু হয়েছে জানতে পেরে তিনি বনদপ্তরের আধিকারিকদের প্রতি উষ্মা প্রকাশ করে নির্দেশ দেন ভিন্ন রাজ্য থেকে আসার সময় হাতির প্রবেশপথেই হাতি কে আটকানোর জন্য।হাতির হানায় প্রাণহানি বন্ধ করা এবং ফসলের ক্ষতি অবিলম্বে বন্ধ করার জন্য তিনি বনদপ্তর আধিকারিকদের নির্দেশ দেন। শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কেও তিনি প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নজর দেওয়ার নির্দেশ দেন। ঝাড়গ্রাম জেলাতে ক্ষুদ্র শিল্পের বিস্তার লাভের সম্ভাবনা থাকার কথা স্মরণ করিয়ে দিয়ে এই জেলাতে ক্ষুদ্র শিল্পাঞ্চল গঠন করার জন্য জায়গা দেখার নির্দেশ দেন জেলাশাসক আয়েশা রাণীকে। সেইসঙ্গে সঙ্গে এই জেলার উদ্যানপালন এবং পশুপালনে বিপুল সম্ভাবনার কথা স্মরণ করিয়ে দিয়ে সেই সম্ভাবনা গুলিকে আরও চাঙ্গা করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি নির্দেশ দেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});