January 8, 2025

আন্তঃ রাজ্য বাইক পাচার চক্রের দুই মূল পান্ডা সহ গ্রেপ্তার আট়।

1 min read
আন্তঃ রাজ্য বাইক পাচার চক্রের দুই মূল পান্ডা সহ গ্রেপ্তার আট়। উদ্ধার চারটি চুরি যাওয়া বাইক। বড রকমের় সাফল্য আলিপুরদুয়ার জেলা পুলিশের।আলিপুরদুয়ার জেলা পুলিশের সামুকতলা, জয়গা এবং আলিপুরদুয়ার থানার মোট ছয়টি বাইক চুরির কেস এর তদন্তে নেমে এই বড় রকমের সাফল্য জেলা পুলিশের।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 তদন্তে নেমে প্রথমে কুমারগ্রাম থানার অন্তর্গত পাকড়ী গুড়ি থেকে গ্রেপ্তার করা হয় প্রসেনজিৎ দাস ওরফে ভুট্টুকে তাকে জিজ্ঞাসাবাদ করে হদিস মেলে মিঠুন বর্মন এর। পরবর্তীতে এদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে আরো ছয় জনের হদিস পায় জেলা পুলিশ। এদের মধ্যেই ছিলেন চক্রের মূল পান্ডা কোচবিহার জেলার পুন্ডিবাড়ি এলাকার ফনি সরকার। চুরি যাওয়া বাইক গুলি মূলত নিম্ন অসমে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ এ ব্যবহৃত হতো বলে জানান জেলা পুলিশ সুপার শুনিল কুমার যাদব। শুধুই বাইক নয় এর সাথে ছিল পিকআপ ভ্যান ও চার চাকার ভাড়ার গারি। বিষয়টি নিয়ে অসম পুলিশের সাথেও যোগাযোগ রাখছে জেলা পুলিশ। সোমবার ধৃত ছয় জনকে ১৪ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আলিপুরদুয়ার আদালতে পাঠায় জেলা পুলিশ। ধৃতদের সাথে অসমের জঙ্গি গোষ্টিদের কোন সরাসরি যোগসাজশ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..