সম্প্রতি সামনে আসছে বলিউড তারকা সোনাক্ষী সিনহার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা
1 min read
পিয়া গুপ্তা ঃ- সামনে আসছে বলিউড তারকা সোনাক্ষী সিনহার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা । সোনাক্ষীর বিরুদ্ধে বিউটি অ্যান্ড ফ্যাশন কোম্পানি অভিযোগ করেছে ২৮ লাখ রুপি নিয়ে ধোঁকা দিয়েছেন সোনাক্ষী।
জানা গেছে, ওই কোম্পানি সম্প্রতি দিল্লিতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়ার জন্য প্রতিষ্ঠানটি সোনাক্ষী সিনহাকে আমন্ত্রণ জানায়। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ সোনাক্ষী সিনহার ব্যাংক অ্যাকাউন্টে ২৮ লাখ রুপিজমা দেয়। কিন্তু সোনাক্ষী সিনহা ওই অনুষ্ঠানে যাননি। ওই কোম্পানী দাবি করেছে, সোনাক্ষীকে আগেই বিমানের টিকেট পৌঁছে দেয়া হয়েছিল। কিন্তু সোনাক্ষী অনুষ্ঠানে না যাওয়ায় বিপাকে পড়ে অনুষ্ঠানের আয়োজক কোম্পানি। পরবর্তীতে অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হন বিউটি অ্যান্ড ফ্যাশন কোম্পানির মালিক প্রমোদ শর্মা। ইন্ডিয়ান বিউটি অ্যান্ড ফ্যাশন কোম্পানির মালিক প্রমোদ শর্মা পরবর্তীতে সোনাক্ষী সিনহার কাছে ২৮ লাখ রুপিফেরত চান। কিন্তু ওই অর্থ ফেরত দেননি সোনাক্ষী।
best price cialis 20mg The authors found that 29 cases with isolated ED had developed PE before ED
want to buy priligy in pakistan Penis Pumps
Dove senza ricetta comprare Cialis farmacia online Italia cialis buy
buy cialis online no prescription It relaxes the smooth muscles present in the walls of the blood vessels and increases the flow of the blood to the specific body organ of a man
where sells genuine clomid in the uk There are no special considerations with administration of Letrozole doses, and it can be taken at any time of the day morning, night time, before, during, or after meals.
Perfect for dogs resistant to taking pills. doxycycline for sinus infection However, pleural effusion should be monitored carefully when using V.