January 8, 2025

জিরো তে দিলওয়ালে দুলহানিয়া কাজলের

1 min read

পিয়া গুপ্তা জিরো সিনেমায় ক্যাটরিনা কাইফ আর আনুশকা শর্মা ,রানি মুখার্জি ছাড়াও শাহরুখ খানের সাথে দেখা যাবে কাজল  কেও। ভারতের সবচাইতে সফল এই জুটি প্রত্যেকটি চলচ্চিত্রই ভারতের সবচাইতে জনপ্রিয় ও ব্যবসা সফল চলচ্চিত্রের তালিকায় রয়েছে। এবার  এই্ জুটিকে দেখা যাবে আনন্দ এল রাইয়ে’র ‘জিরো’ সিনেমার বিশেষ দৃশ্যে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 বলিউডের বিখ্যাত এই দুই তারকা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির মাধ্যমে কালজয়ী জুটিতে পরিনত হয়েছেন। তরুণ-তরুণীর প্রেম- ভালোবাসা আর ছোট-ছোট দুঃখের কথা প্রকাশে এই জুটির তুলনা হয় না। জিরো সিনেমার শুটিংয়ের বিষয়ে কাজল এক সাক্ষাৎকারে  বলেন, আসলে আমরা আধা ঘণ্টা শর্ট দিয়েছি। সেটা ছিল দারুণ। শাহরুখের সঙ্গে কাজ করা সব সময় কল্পনার মতো মনে হয়। সে সত্যিই মজার মানুষ। কারণ সে দুর্দান্ত অভিনেতা। তার সঙ্গে কাজ করার সময় অভিনয়টা প্রকৃতিগতভাবে চলে আসে বলেও জানান বলিউড অভিনেত্রী কাজল। এছাড়া এই ছবিতে রানি মুখার্জিসহ আরও বেশ কয়েকজন জনপ্রিয় তারকাদের দেখা যাবে। আরও থাকছে ক্যাটরিনা কাইফ আর আনুশকা শর্মাও।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..