January 8, 2025

পরিযায়ী পাখি সমীক্ষার উদ্যোগ নিল রাজ্য জীব বৈচিত্র্য পর্যদ

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–রাজ্য জীব বৈচিত্র পর্ষদ পরিযায়ী পাখির  সমীক্ষার উদ্যোগ গ্রহণ করলো। পরিবেশে জীব বৈচিত্র্য রক্ষা করতে বরাবরই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে রাজ্য জীব বৈচিত্র্য পর্যদ।এবার পরিযায়ী পাখি দের জন্য উদ্যোগ নিল তারা। সেই নিয়ে কোলকাতায় রাজ্য পর্যায়ের একটি মিটিং হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সেখানে দক্ষিণ দিনাজপুর,কোচবিহার,আলিপুরদুয়ার,বর্ধমান,পুরুলিয়া,কোলকাতা বিভিন্ন জেলার  প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।  রাজ্য জীববৈচিত্র্য পর্ষদের পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান অশোক কান্তি স্যান্যাল,সদস্য সচিব সিদ্ধার্থ রায়,বরিষ্ঠ গবেষণা আধিকারিক সৌমেন ঘোষ   বিভিন্ন জেলায় পরিযায়ী পাখিদের গণনা,পরিযায়ী পাখিদের বিপদ ইত্যাদি নিয়ে সমীক্ষা করা হবে।দক্ষিন ও উত্তর দিনাজপুরে এই দায়িত্ব দেওয়া হয়েছে পরিবেশপ্রেমী সংস্থা দিশারী সংকল্প কে। দক্ষিণ দিনাজপুর জেলা থেকে পরিবেশ প্রেমী তুহিন শুভ্র মন্ডল এই বৈঠকে প্রতিনিধিত্ব করবার ডাক পান।তুহিন শুভ্র বাবু বলেন মিটিং-এ উপস্থিত পক্ষী বিশেষজ্ঞ কুশল মুখার্জি জানান আগামী জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসে এই গণনা ও সমীক্ষার কাজ শুরু হবে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..