সীমান্ত গ্রামের মানুষের সাথে বি এস এফের সুসম্পর্ক গড়তে অভিনব আয়োজন
1 min read
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–উত্তর দিনাজপুর জেলার সীমান্তের মানুষদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সীমান্ত সুরক্ষা বাহিনীর ১৬৭নম্বর ব্যাটেলিয়ানদের জওয়ানরা এলাকার ছাত্র ছাত্রীদের মধ্যে নানান ধরনের জিনিস বিতরণ করলো বুধবার।
হেমতাবাদ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের ছাত্র ছাত্রীদের মধ্যে ল্যাবটব, কম্পিউটার, খাতা ,পেন্সিল দেওয়া হয়।শুধু তাই নয় এলাকার গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী বিভিন্ন প্রয়োজনীয় জিনিস পত্র দেওয়া হলে গ্রামের মানুষেরা সীমান্ত জওয়ানদের ব্যবহারে প্রচন্ড খুশি হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সীমান্ত রক্ষীর জওয়ানরা সীমান্তের গ্রামবাসীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রচুর পরিমানে প্রয়োজনীয় ঔষুধ পত্র বিনা পয়সায় দেবার ব্যবস্থা করে থাকে।গ্রামের হত দরিদ্র মানুষদের প্রয়োজন মত ত্রিপল দেবার ব্যবস্থা করলে দরিদ্র মানুষেরা প্রচন্ড খুশি হয় বলে জানা যায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এখানেই শেষ নয় সীমান্তের মহিলাদের স্বয়ম্ভর করতে তাদের সেলাই মেশিন দেওয়া হয়।সীমান্ত সুরক্ষার ১৬৭নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এম উপাধ্যায় সহ দ্বিতীয় কমান্ড্যান্ট রমেশ চন্দ্র মিনা,ডেপুটি কমান্ড্যান্ট মহিপাল সিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।কমান্ড্যান্ট এম উপাধ্যায় বলেন আজকের বাচ্চারা আগামী দিনের ভবিষ্যৎ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তাই বাচ্চাদের যত্ন নিতে হবে।ওদের শিক্ষার ব্যবস্থা আমাদের করতে হবে।অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চলের প্রধান উপ-প্রধান গন উপস্থিত ছিলেন।জওয়ানদের পক্ষ থেকে বলা হয় সীমান্ত এলাকায় হে কোন সমস্যা সমাধানে তারা সবসময় পাশে থাকবে।হেমতাবাদ ব্লকের ভানলের এই অনুষ্ঠানে প্রচুর মানুষের ভীড় হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});