January 7, 2025

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর পদে স্বনামধন্য অ্যাডভোকেট স্বরুপ বিশ্বাস।

1 min read

জয়ন্ত বোস, বর্তমানের কথা।আইনি বিচার ব্যাবস্থায় আইন, আইনজীবী, সরকারি আইনজীবী এবং বিচারপতি এই নিয়েই আদালত চত্ত্বর নিয়মিত সরগরম থাকে নিম্ন আদালত থেকে জেলা আদালত এবং উচ্চ আদালত সর্বস্তরে সে সিভিল কোর্ট কিংবা ক্রিমিনাল কোর্ট হোক না কেন। আর এই সকল আদালতে ক্রিমিনাল বিভাগে সরকারি আইনজীবীর একটা মূখ্য ভূমিকা ছাড়া বিচার ব্যাবস্থা অসম্পূর্ণ থেকে যায়।

 আদালতে ক্রিমিনাল বিভাগে যে আইনি প্রসিকিউশন চলে সেখানে সরকার মনোনীত একজন অভিজ্ঞ আইনজীবী কে পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগ করা হয় যিনি সরকারের পক্ষ হয়ে যাবতীয় কেস পর্যবেক্ষণ ও পরিচালনা করে থাকেন।

 পশ্চিমবঙ্গ সরকারের লিগ্যাল রিমেমব্র্যান্স অফিস থেকে একটি সরকারি নোটিফিকেশন জারি করে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে জেলা আদালতে পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগ করা হয়েছে রায়গঞ্জ জেলা আদালতের অভিজ্ঞ, স্বনামধন্য অ্যাডভোকেট এবং সকলের প্রিয়জন আইনজীবী স্বরুপ বিশ্বাস কে।

 যিনি দীর্ঘ ২২ বছরের উপর সুনামের সাথে একজন বিশিষ্ট অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবী হয়ে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ জেলা আদালতে কাজ করে যাচ্ছেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 ক্রিমিনাল বিভাগের আইনজীবী হয়ে স্বরুপ বিশ্বাসের যাত্রাপথ শুরু ১৯৯৬ সালে। রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ থেকে প্রাণিবিদ্যা বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করে পরবর্তী পর্যায়ে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করে একজন আইনজীবী হয়ে রায়গঞ্জ জেলা আদালতে তার আইন পেশায় প্রাকটিস শুরু করেন। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

দিনের পর দিন আইনজীবী হয়ে বিভিন্ন ক্রিমিনাল কেসে আইনী অভিজ্ঞতা সঞ্চয় করে সুনামের সাথে নিজেকে একজন জেলার মধ্যে বিশিষ্ট আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং সকলের কাছে পরিচিত হয়েছেন।

২০০৮ সালে ভারত সরকার মনোনীত নোটারি পাবলিকের কাজ করা থেকে শুরু করে ২০১১ সালে সিনিয়র প্যানেলে পিপি , ২০১৬ সালে অ্যাডিশনাল পিপি তে নিযুক্ত হন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


সুনামের সাথে একজন ডিফেন্স ল-ইয়ারের কাজ সামলিয়েছেন। উত্তর দিনাজপুর জেলা বার এসোসিয়েশনের নির্বাচনে ৪ বারের বিজয়ী প্রার্থী হিসেবে এক অনন্য রেকর্ডের অধিকারী হয়ে বর্তমানে বার এসোসিয়েশনের এক্সিকিউটিভ সদস্য হয়ে সুনামের সাথে কাজ করে চলেছেন। 

ছাত্র রাজনীতিতে হাতে খড়ি নিয়ে বর্তমানে আইন পেশায় যুক্ত আইনজীবীদের রাজনৈতিক আঙ্গিনায়  স্বরুপ বিশ্বাস উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস লিগ্যাল কমিটির চেয়ারম্যান পদে আসীন হয়েছেন। আইনজীবী হয়ে শুধুমাত্র আইনী পেশার মধ্যে না থেকে তিনি নিজেকে বিভিন্ন সময়ে বিভিন্ন সমাজসেবা মূলক কাজের মধ্যে থেকে একজন বিশিষ্ট সমাজসেবক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

 এহেন এই স্বনামধন্য বিশিষ্ট আইনজীবী স্বরুপ বিশ্বাস কে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগের খবরে রায়গঞ্জ জেলা আদালত চত্ত্বরে সকল আইনজীবীদের মধ্যে এক অনাবিল আনন্দ লক্ষ্য করা গেল।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 রায়গঞ্জ জেলা আদালতে পাবলিক প্রসিকিউটর পদে স্বরুপ বিশ্বাসের নিয়োগ সংক্রান্ত খবরের প্রতিবেদন করতে গিয়ে প্রতিবেদক কে তিনি জানিয়েছেন কর্মস্থলে সকলের সহযোগিতা তিনি যেমন আশা করেন তেমনি তিনি প্রশংসা করেছেন বাংলার উন্নয়নের কান্ডারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সেই সাথে মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধায়ক অমল আচার্য্য থেকে শুরু করে জেলার তৃণমূল কংগ্রেসের সকল সিনিয়র নেতৃত্ব দের।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 পাবলিক প্রসিকিউটর পদকে অলংকৃত করতে সকলের সহযোগিতাই যে একমাত্র পথ এই বিষয়ে এই খবরের প্রতিবেদক কে জানাতে দ্বিধা করেননি। ২২ বছর ধরে সুনামের সাথে আইন পেশায় যুক্ত থেকে অ্যাডভোকেট স্বরুপ বিশ্বাস আজ উত্তর দিনাজপুর জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..