January 7, 2025

পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর পর্যটন স্থান পাখির চর কে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে পরিদর্শন করলেন বিডিও অফিসের আধিকারিক গণ

1 min read

সৌমেন গড়াই(পূর্ব বর্ধমান) : পূর্বস্থলী ২নং পঞ্চায়েত সমিতির অন্তর্গত পূর্বস্থলী অঞ্চল এর চুপি কাস্ট শালি পাখির চর কে বা পাখিরালয় কে সৌন্দর্যায়নের লক্ষ্যে এদিন পরিদর্শন করলেন বিডিও অফিসের আধিকারিক গণ , উপস্থিত ছিলেন পূর্বস্থলী পঞ্চায়েতের উপপ্রধান পঙ্কজ গাঙ্গুলী। বিডিও অফিসের আধিকারিক বিশ্বরূপ শর্মা, পরিমল দাস । 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এটি একটি পূর্ব বর্ধমানের একটা পর্যটন স্থান বললেই বলা যেতে পারে, এখানে আছে বিভিন্ন ধরনের পাখি ,আছে খেলার পার্ক, বাগান, দেখার মত কিছু জায়গা, এখানে ভিনদেশী  মানুষ ও বিভিন্ন জেলার মানুষ এখানে আসেন ,এখানে থাকা ও খাওয়ার সু-ব্যবস্থা আছে, বিশেষ করে শীতকালের সময় চড়ুইভাতি করতে আসে ছেলেমেয়েরা ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তাই এদিন আরো উন্নত করতে  ও সৌন্দর্য করতে পরিদর্শন করে গেলেন বিডিও অফিসের আধিকারিক গণ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..