উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপার সুমিত কুমার এর উদ্যোগে অবৈধ মদের বিরুদ্ধে অভিযান জেলা জুড়ে
1 min read
তন্ময়
চক্রবত্তী ও বিনোদ রুনণ্টা ঃ- উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায়
আজ ভোর রাতে জেলা পুলিশ এর একটি দল হানা দিয়ে প্রায় সারে সাত হাজার লিটার অবৈধ মদ বাজেয়াপ্ত করল ।
চক্রবত্তী ও বিনোদ রুনণ্টা ঃ- উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায়
আজ ভোর রাতে জেলা পুলিশ এর একটি দল হানা দিয়ে প্রায় সারে সাত হাজার লিটার অবৈধ মদ বাজেয়াপ্ত করল ।
পাশাপাশি ৩ জন কে পুলিশ গ্রেপ্তার করে। অবৈধ মদ প্রস্তুতকারক ও বিক্রেতাদের দখল
থেকে প্রচুর পরিমাণে
অবৈধ মদ ও
মদ তৈরির কাঁচামাল গুলি বাজেয়াপ্ত এবং
নষ্ট করা হয়েছে ।
থেকে প্রচুর পরিমাণে
অবৈধ মদ ও
মদ তৈরির কাঁচামাল গুলি বাজেয়াপ্ত এবং
নষ্ট করা হয়েছে ।
পুলিশ
সুপার সুমিত কুমার জানান অবৈধ মদ
ভোগ /ব্যবহার এবং
বিক্রয় সার্বিকভাবে একজন
ব্যক্তির এবং সমাজের
জন্য খুবই ক্ষতিকর।আর তাই এই জন্য অভিযান
চালানো হয় ।
সুপার সুমিত কুমার জানান অবৈধ মদ
ভোগ /ব্যবহার এবং
বিক্রয় সার্বিকভাবে একজন
ব্যক্তির এবং সমাজের
জন্য খুবই ক্ষতিকর।আর তাই এই জন্য অভিযান
চালানো হয় ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তিনি বলেন জেলায় মোট ৭৪০০ লিটার, মদ তৈরির কাঁচামাল নষ্ট করা হয়েছে – ৩৬৫০ লিটার, ০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার ৩৭ টি এলাকাতেই এই অভিযান চালানো হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জেলার বিভিন্ন জায়গায় এই অবৈধ চোলাই মদ তৈরি হচ্ছিল এমন খবর জেলা পুলিশের কাছে গেলে পুলিশ গোপন
ভাবে হানা দিয়ে এই চোলাই তৈরির ঠেক ভেঙে দেয়
।
ভাবে হানা দিয়ে এই চোলাই তৈরির ঠেক ভেঙে দেয়
।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});