January 7, 2025

উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপার সুমিত কুমার এর উদ্যোগে অবৈধ মদের বিরুদ্ধে অভিযান জেলা জুড়ে

1 min read

তন্ময়
চক্রবত্তী ও  বিনোদ রুনণ্টা  ঃ-
উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায়
আজ ভোর রাতে জেলা পুলিশ এর একটি দল   হানা দিয়ে প্রায় সারে সাত হাজার   লিটার অবৈধ   মদ বাজেয়াপ্ত করল
 পাশাপাশি  জন কে পুলিশ গ্রেপ্তার করে। অবৈধ মদ প্রস্তুতকারক বিক্রেতাদের দখল
থেকে প্রচুর পরিমাণে
অবৈধ মদ
মদ তৈরির কাঁচামাল গুলি বাজেয়াপ্ত এবং
নষ্ট করা হয়েছে । 
পুলিশ
সুপার সুমিত কুমার জানান  
অবৈধ মদ
ভোগ /ব্যবহার এবং
বিক্রয় সার্বিকভাবে একজন
ব্যক্তির এবং সমাজের
জন্য খুবই ক্ষতিকরআর তাই  এই জন্য অভিযান 
চালানো  হয় ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 তিনি বলেন জেলায় মোট ৭৪০০ লিটার, মদ তৈরির কাঁচামাল নষ্ট করা হয়েছে৩৬৫০ লিটার, ০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে জেলার ৩৭ টি এলাকাতেই এই  অভিযান চালানো হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 জেলার বিভিন্ন  জায়গায়  এই অবৈধ চোলাই মদ তৈরি হচ্ছিল এমন খবর জেলা পুলিশের কাছে গেলে পুলিশ গোপন
ভাবে হানা দিয়ে এই চোলাই তৈরির ঠেক  ভেঙে দেয়


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..