কংগ্রেস লোকসভা নির্বাচনে এই রাজ্যে কারো সাথে কোন জোট করবে না জানালেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস নেতা তথা কালিয়াগঞ্জ এর বিধায়ক প্রমথনাথ রায়
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ও। প্রমথবাবু বলেন প্রিয়রঞ্জন দাশমুন্সি উত্তর দিনাজপুর জেলার উন্নয়নের প্রতীক ছিলেন । তাই তার অনুপস্থিতি তাদের অনেকটাই হতাশ করে দিয়েছে। কালিয়াগঞ্জ এর বিধায়ক বলেন তারা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করার চরম বিরোধী। তাই তারা এ ব্যাপারে প্রদেশ কংগ্রেস থেকে দিল্লিতে তাদের নেতৃত্ব কে সমস্ত কিছুই জানিয়ে দিয়েছে । তিনি বলেন আগামী ১১ ডিসেম্বরের পর সমস্ত টায় পরিষ্কার হয়ে যাবে যে পাঁচটি রাজ্যে নির্বাচন হচ্ছে তার ফলাফল থেকে। এবং তখনই কংগ্রেস কার সাথে জোট করবে কার সাথে জোট করবে না সেটা বোঝা যাবে । তিনি বলেন এবারের নির্বাচনে সারা দেশ থেকে বিজেপি উৎখাত হয়ে যাবে আর এই রাজ্যে তো কোন কথাই নেই। এ রাজ্যে বিজেপির কোন স্থান নেই । তিনি বলেন এই রাজ্যে বিজেপি মোদীকে নিয়ে আসুক আর রথ যাত্রায় করুক কোন লাভ হবে না । পাশাপাশি তিনি বলেন আগামী দিনে মমতা ব্যানার্জির যে বিগড হতে চলছে তা কতটা সফল হবে তা সন্দেহ রয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});