January 7, 2025

কংগ্রেস লোকসভা নির্বাচনে এই রাজ্যে কারো সাথে কোন জোট করবে না জানালেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস নেতা তথা কালিয়াগঞ্জ এর বিধায়ক প্রমথনাথ রায়

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তন্ময়  চক্রবত্তী   ,উত্তর দিনাজপুর ঃ- আগামী লোকসভা নির্বাচনের জন্য উত্তর দিনাজপুর জেলার কংগ্রেস ভোটের ময়দানে নামার জন্য পুরোপুরি প্রস্তুত ,বলে এক সাক্ষাৎকারে  জেলা কংগ্রেস নেতা তথা কালিয়াগঞ্জ এর বিধায়ক প্রমথনাথ রায় জানালেন।  তিনি বলেন এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস দল কারো সাথে কোন জোটে শামিল হবে না এতে তারা  রাজ্যে একটাও আসন না পায় তাহলে কিছু আসে যায় নাতিনি জানান ইতিমধ্যেই কংগ্রেস এবারের লোকসভা নির্বাচনে লড়াই করার জন্য মাঠে নেমে পড়েছে।  প্রাথমিক অবস্থায় বিভিন্ন বুথ সভাপতি দের নিয়ে বিভিন্ন গ্রামে গ্রামে সভা করা হয়ে গেছেএরপর আগামী দিনে অঞ্চল সভাপতি দের নিয়ে সভা করা হবে তিনি বলেনএবারও এই লোকসভা নির্বাচনে কংগ্রেস দল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা জেলার ভূমিপুত্র প্রিয়রঞ্জন দাশমুন্সি কে অনেকটা মিস করবে।  কারণ তিনি শুধু নেতাই ছিলেন না তিনি ছিলেন তাদের অভিভাবক


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ও।  প্রমথবাবু বলেন প্রিয়রঞ্জন দাশমুন্সি উত্তর দিনাজপুর জেলার উন্নয়নের প্রতীক ছিলেনতাই তার অনুপস্থিতি তাদের অনেকটাই হতাশ করে দিয়েছে।  কালিয়াগঞ্জ এর বিধায়ক বলেন তারা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করার চরম বিরোধী।  তাই তারা ব্যাপারে প্রদেশ কংগ্রেস থেকে দিল্লিতে তাদের নেতৃত্ব কে সমস্ত কিছুই জানিয়ে দিয়েছেতিনি বলেন আগামী ১১  ডিসেম্বরের পর সমস্ত টায় পরিষ্কার হয়ে যাবে যে পাঁচটি রাজ্যে নির্বাচন হচ্ছে তার ফলাফল থেকে।  এবং তখনই কংগ্রেস কার সাথে জোট করবে কার সাথে জোট করবে না সেটা বোঝা যাবেতিনি বলেন এবারের নির্বাচনে সারা দেশ থেকে বিজেপি উৎখাত হয়ে যাবে আর এই রাজ্যে তো কোন কথাই নেই।   রাজ্যে বিজেপির কোন স্থান নেইতিনি বলেন এই রাজ্যে বিজেপি মোদীকে নিয়ে আসুক আর রথ যাত্রায় করুক কোন লাভ হবে নাপাশাপাশি তিনি বলেন আগামী দিনে মমতা ব্যানার্জির যে বিগড  হতে চলছে তা কতটা সফল হবে তা সন্দেহ রয়েছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..