উৎসাহ উদ্দীপনায় কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
1 min readউৎসাহ উদ্দীপনায় কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)--শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ।তপন দেবসিংহ তার বক্তব্যে বলেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকদের এখন বড় দায়িত্ব বিদ্যালয়ের খেলা ধুলার মান আগের চেয়ে অনেক বেশিপরিমানে উন্নত করা।
রাজ্য সরকার বর্তমানে খেলাধুলার মান উন্নত করতে এবং গ্রামের ছেলে মেয়েদের মধ্যে খেলা ধুলাকে ছড়িয়ে দিতে বিদ্যালয়ের খেলাধুলার উপর জোর দিয়েছ।গ্রামের অনেক প্রতিভাবান ছেলে মেয়েরা আছে যাদের একটু সহযোগিতা করলে তাদের প্রতিভার বিকাশ ঘটতে পারে।
বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের জমি দাতা পরিবারের সদস্য দীনেশ সরকার,বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহা,বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি নিলাঞ্জন সাহা সহ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগনের সাথে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীবৃন্দ।
বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিবাদন গ্রহণ করেন বিধায়ক তপন দেব সিংহ।পতাকা উত্তোলনের মাধ্যমে বাৎসরিক ক্রীড়ার সূচনা করেন বিধায়ক তপন দেবসিংহ।
খেলায় মোট ২৯ রকমের প্রতিযোগিতা ছিল।যার মধ্যে দল–১০০মিটার,২০০মিটার,৪০০মিটার৮০০মিটার ও ১৫০০মিটার। লং জ্যাম্প, হাই জ্যাম্প,শটপাট,ডিসকাস থ্রো,জ্যাবলিল থ্রো,ট্রিপল জ্যাম্প।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মত চারটি বিভাগ ছিল।
এর মধ্যে বালক ছোট,বালক মাঝারি, বালক বড় এবং বালিকা বড় দল।ক্রীড়া প্রতিযোগিতা শুরুর পূর্বে বিদ্যালয়ের মাঠে ছাত্রীরা অসাধারন বিহু নৃত্য পরিবেশন করলে উপস্থিত দর্ষকগণ করতালির মাধ্যমে অভিনন্দন জানান।খেলা শেষে বিজয়ী ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহা সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগন।