এই প্রথম “বাংলা সিনেমা খাদানের” প্রমোশন করতে উত্তরবঙ্গের রায়গঞ্জে নায়ক তথা ঘাটালের সংসদ দেব তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১১ ডিসেম্বর: বুধবার uttr দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে বাংলা সিনেমা খাদানের প্রমোশন শো করতে উত্তরবঙ্গের রায়গঞ্জে উপস্থিত হন বাংলা সিনেমা খাদানের একটি টিম। ঘাটালের সংসদ তথা অভিনেতা দেব বলেন আমরা প্রতিনিয়ত কলকাতা কেন্দ্রিক বিভিন্ন সিনেমার প্রমোশন করে থাকি। কিন্তু এবার আমরা বাংলা সিনেমা খাদান এর প্রমোশনের জন্য মনোনীত করেছি উত্তরবঙ্গের রায়গঞ্জ কে।
আমরা চাই রায়গঞ্জের মানুষ খাদ্যশীল আমাকে ঘরে ঘরে নিয়ে যাক দেখুক। অভিনেতা তাঁর ঘাটালের সাংসদ দেব কে সাংবাদিকরা বাঙ্গালীদের সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন বাংলাদেশ এর মানুষের বাঁচার অধিকার আছে সুতরাং বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক বাংলার মানুষ শান্তিতে থাকুক। আমরা তো এক বছর আগেও বাংলাদেশের এই চেহারা দেখিনি। তবে হঠাৎ কেন আমাদের মধ্যে সুসম্পর্ক নষ্ট হতে যাচ্ছে। এটা দেখা উচিৎ দুই দেশের রাষ্ট্রনেতাদের। অবিলম্বে এই ধরনের প্রতিশোধের রাজনীতি ছেড়ে উন্নয়নের রাজনীতি করা উচিত মনে করেন।