রায়গঞ্জ বার অ্যাসোসিয়েশনে তৃণমূলের বড় জয়
1 min readরায়গঞ্জ বার অ্যাসোসিয়েশনে তৃণমূলের বড় জয়_
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ১১ডিসেম্বর: সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বার এসোসিয়েশনের নির্বাচনে বিরোধী জোটকে হারিয়ে তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করে। জানা যায় মোট ১৭ টি আসনের মধ্যে ১৫ টি আসনেই তৃণমূলের দখলে চলে আসে মাত্র দুটি আসন পায় বিরোধীরা।
উত্তর দিনাজপুর বার এসোসিয়েশনের মোট সদস্য ৩৭৭। যার মধ্যে মোট ভোট পড়েছে ৩৫৫ টি। জেলা তৃণমূল লিগ্যাল ছেলের চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস সবচেয়ে বেশি ভোট ২৪২ টি ভোট পেয়েছে।জানা যায় স্বরূপ বিশ্বাস রায়গঞ্জ পৌরসভার বর্তমান পৌর প্রশাসক সন্দ্বীপ বিশ্বাসের ভাই। বিজয়ের পর একটি বিশাল মিছিল বের হয়। যেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের লিগ্যালস সমস্ত সদস্যসহ বিধায়ক কৃষ্ণ কল্যানী ও তৃণমূলের রায়গঞ্জ শহর কমিটির সভাপতি ভোলা মুখার্জী