December 12, 2024

৭২ হাজার মেট্রিক টন ধান উত্তর দিনাজপুরে জেলায় ক্রয় করা হলো

1 min read

৭২ হাজার মেট্রিক টন ধান উত্তর দিনাজপুরে জেলায় ক্রয় করা হলো

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ১০ ডিসেম্বর: নুতন ধান ক্রয় করাকে কেন্দ্র করে প্রতি বছর কৃষকদের মধ্যে অশান্তি ঘটনা ঘটলো এবারে অনেকটাই সুষ্ঠুভাবে ধান কেনার সম্পূর্ণ হচ্ছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ধনকল কৃষি মন্ডিতে।এখযায়র্যন্ত সুষ্ঠুভাবেই ধান কেনা হচ্ছে বলে জানা যায়। উত্তর দিনাজপুর জেলার খাদ্য দপ্তর সূত্রে জানা যায় গত এক মাসে উত্তর দিনাজপুর জেলায় ৭২ হাজার মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে ক্রয় করা হয়েছে। যা ধান ক্রয় মূল্য ের লক্ষ্যমাত্রা তুলনায় ২৪ শতাংশ।

খাদ্যের দত্তের সূত্র আরো জানা যায় এই মৌসুমে উত্তর দিনাজপুর জেলার দুই লক্ষ হেক্টর বেশি পরিমাণ জমিতে ধান চাষ হয়েছে যার সিংহভাগই ইতিমধ্যেই কাটা হয়ে গেছে। চলছে ছাড়াই বাছাই। শীঘ্রই ধান ক্রয় কেন্দ্রগুলিতে ভিড় বাড়বে মনে করছে খাদ্য দপ্তরের আধিকারিকগণতবে মাত্রা অতিরিক্ত ঢলতা কেটে নেওয়ায় কৃষকদের মধ্যে কিছুটা অসন্তোসের ভাব দেখা যাচ্ছে।আবার ভ্যান থেকে ধানের বস্তা খালি করার সময় টাকা নেবার মত অভিযোগ পাওয়া যায়।জানা যায় এবছর টার্গেট ৩ লক্ষ মেট্রিক টন ধান কেনা নভেম্বরের ২ তারিখ থেকে সর্বমোট ২৯ টি কেন্দ্র খুলে ধান কেনা শুরু করা হয়েছে যার মধ্যে রয়েছে ছয়টি মোবাইল ধান ক্রয় কেন্দ্র।

জানা যায় এই কাজে সহায়তা করবার জন্য খাদ্য দপ্তরের সঙ্গে পাল্লা দিয়ে রাইস মিল স্বনির্ভর গোষ্ঠী কিছু সবাই সমিতি কাজ করে চলেছে। উত্তর দিনাজপুর জেলার খাদ্য নিয়ামক সঞ্জীব হালদার বলেন চাষীদের উৎসাহিত করতে এবার ধান কেনার সহায়ক মূল্য বেড়েছে কতবার প্রতি কুইন্টাল ধানের সহায়ক মূল্য ছিল ২১৮৩ টাকা ও ইনসেনটিভ ছিল কুড়ি টাকা। এ বছর সেখানে সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ২০৩০০ টাকা সরকারি ধান ক্রয় কেন্দ্রে সরাসরি বিক্রি করলে মিলবে অতিরিক্ত আরো কুড়ি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *