সনাতনী ঐক্য মঞ্চের উদ্যোগে চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি দাবিতে ও বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে কালিয়াগঞ্জে প্রতিবাদ মিছিল
1 min readসনাতনী ঐক্য মঞ্চের উদ্যোগে চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি দাবিতে ও বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে কালিয়াগঞ্জে প্রতিবাদ মিছিল
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১১ ডিসেম্বর: বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের নাট মন্দির থেকে একটি বিশাল সনাতনী ঐক্যবঞ্চের উদ্যোগে কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে। মিছিল কারীদের প্রতিবাদের মুল সুর ছিল অবিলম্বে চিনময় মহাপ্রভুর মুক্তি দিতে হবে এবং তার সাথে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর যে অমানুষিক অত্যাচার চলছে যা অবিলম্বে বন্ধ করতে হবে।
স্বামী জ্যোতির্ময় আনন্দ মহারাজি বলেন গত ৫ই অক্টোবর হাসিনা সরকারের চলে যাবার পর সেই দিন থেকে হিন্দুদের উপর যে অমানুষিক অত্যাচার চলছে হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশের বর্তমানে সরকার বলে কিছু নেই। অবিলম্বে এর সূরা না হলে আমরা মুখে আঙুল দিয়ে বসে থাকবো না। আজকে বিকেল পাঁচটার সময় মহেন্দ্র গুরু নাথ মন্দির থেকে এই বিশাল মিছিল উঠে বের হয়ে কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে পুনরায় মহেন্দ্রগঞ্জে শেষ হয়। সনাতনী ঐক্য মঞ্চের পক্ষে এই নিচের উপস্থিত ছিলেন স্বামী জ্যোতির্ময় মহারাজ জি, সন্তোষ বেংগানী স্বপন চক্রবর্তী, প্রকাশ কুন্ডু সহ অনেক নেতৃত্ব।