ধনকোলের গণধর্ষণ কাণ্ডে ৭দিনের মধ্যে চার্জশিট জমা দিয়ে কালিয়াগঞ্জ থানা নজির সৃষ্টি করলো-
1 min readধনকোলের গণধর্ষণ কাণ্ডে ৭দিনের মধ্যে চার্জশিট জমা দিয়ে কালিয়াগঞ্জ থানা নজির সৃষ্টি করলো
(উত্তর দিনাজপুর) উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ধনকোলের গণধর্ষণ কাণ্ডের দুষ্কৃতীদের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়ে কালিয়াগঞ্জ থানা নজির গড়লো।জেলার পুলিশ কালিয়াগঞ্জ এ গণধর্ষণ কাণ্ডে সাত দিনের মধ্যে চার্জশিট জমা দিয়ে নয়া নজির গড়লো।
আজ জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানান, সম্প্রতি কালিয়াগঞ্জ এ রশিদপুর মোড়ে এক মহিলা র সঙ্গে গণধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটেছিল। এরপর পুলিশ ঘটনার পরের দিন দুজনকে ধরার পর বাকি আর একজন অপরাধীকে পুলিশ তাদের জাল বিছিয়ে ধরে ফেলে । এরপর পুলিশ এই ঘটনার তদন্ত করার পর সাত দিনের মধ্যে চার্জশিট জমা দিয়েছেন। তিনি বলেন তারা এটা প্রমাণ করতে চায় যারা এই ধরনের জঘন্য ঘটনার সাথে জড়িত তারা যাতে দৃষ্টান্তমূলক সাজা পায়। যাতে এরপর আর কোন এই ধরনের ঘটনা ঘটানোর আগে অপরাধীরা বুঝতে পারে যে তাদের এই ধরনের সাজা হতে পারে। তাই তারা দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট জমা দিয়েছেন। তিনি বলেন খুব তাড়াতাড়ি এইচএস এর ট্রায়াল শুরু হবে এবং দোষীরা উচিত শাস্তি পাবে।