December 13, 2024

পাশ্চাত্য সংস্কৃতির দাপটে হারিয়ে যাওয়া খন গানকে আবারো চাঙ্গা করতে জেলা খন উৎসব রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতির উদ্যোগে

1 min read

পাশ্চাত্য সংস্কৃতির দাপটে হারিয়ে যাওয়া খন গানকে আবারো চাঙ্গা করতে জেলা খন উৎসব রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতির উদ্যোগে

তন্ময় চক্রবর্তী। পাশ্চাত্য সংস্কৃতির দাপটে যখন হারিয়ে যাচ্ছে বাংলার লোকগান ঠিক তখন সেই লোকগানকে আবারও সবার সামনে নতুন করে জাগ্রত করার জন্য লক্ষ্যে লোক শিল্পীরাই এবার নিজেরাই নিজেদের হাল ধরলেন । আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতির উদ্যোগে কালিয়াগঞ্জ ব্লক এর খো ট সা গ্রামের শুরু হলো তিন দিনব্যাপী জেলা খন উৎসব।

যার উদ্বোধন করলেন আজ কালিয়াগঞ্জ এর বিধায়ক তপন দেব সিংহ। রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতির সম্পাদক শ্যামাপদ রায় জানান, উত্তর দিনাজপুর জেলার লোকসংস্কৃতি অন্যতম অঙ্গ খন পালা গান। কিন্তু এই খন পালা গানের চর্চা ইদানীং অনেকটাই কমে গেছে।

এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা এবং প্রচারের উদ্দেশ্যে এইখন গানের উৎসব এখানে করা হয়েছে। তিন দিনব্যাপী এই উৎসবের আজ শুভ আরম্ভ হল। এদিন এইখন গান উৎসবের উদ্বোধন করে কালিয়াগঞ্জ এর বিধায়ক তপন দেব সিংহ বলেন, বাংলার প্রাচীন এই লোকসংস্কৃতি কে বাঁচিয়ে রাখার জন্য রাজ্য সরকার যথেষ্ট তৎপর।আগামী দিনে রাজ্য সরকারের একজন বিধায়ক হয়ে তিনি

আপ্রাণ চেষ্টা করবেন যাতে এই শিল্প আগামী দিনে ভালো একটা জায়গায় পৌঁছায়।এদিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, অধ্যাপক পবিত্র বর্মন, লোকো শিল্পী ও সাংবাদিক তপন চক্রবর্তী, দক্ষিণ দিনাজপুর জেলার লোকো শিল্পী জিতেন বর্মন ,

ননী গোপাল বর্মন সহ বিশিষ্ট ব্যক্তিগণ।এদিনে অনুষ্ঠানকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এদিনের এই খন পালাগানের উৎসবকে কেন্দ্র করে উৎসব প্রাঙ্গণে একটি মেলার আয়োজন করা হয় যেখানে মালগা এর কার্পেটের বিভিন্ন সামগ্রী নিয়ে কার্পেট শিল্পীরা উপস্থিত হয়েছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *