রায়গঞ্জ থানার তৎপরতায় প্রচুর পরিমাণে চোলাই মদ উদ্ধার। গ্রেফতার তিন
1 min readরায়গঞ্জ থানার তৎপরতায় প্রচুর পরিমাণে চোলাই মদ উদ্ধার। গ্রেফতার তিন
সুব্রত সাহা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিরঘই গ্রাম পঞ্চায়েতের বুধর এলাকায় আজ বিকেলে প্রচুর পরিমাণে বে-আইনি মদ নষ্ট করল পুলিশ।
বেশকিছু চোলাই বানানোর সামগ্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম মঞ্জল চোরে,তাপস দাস ও পিন্টু দাস। জানা যায় পুলিশি অভিযানে প্রায় ৪০০০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়েছে ।
জানা যায় আজ বিকেলে রায়গঞ্জ থানার পুলিশ আচমকা ওই এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি বাড়িতে হানা দেয়। সেখানে দেখা যায় ছোট ছোট করে
বেশ কয়েকটি বাড়িতে রীতিমতো চোলাই মদের কারখানা তৈরী হয়েছে। এলাকায় বিভিন্ন জায়গা থেকে তিন চোলাই ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
অভিযানের সময় প্রায় চার হাজার লিটার তৈরি হয়ে যাওয়া চোলাই মদ নষ্ট করে ফেলে তারা। এ বিষয়ে উত্তর দিনাজপুর
জেলার জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন এদিন রায়গঞ্জ থানার পুলিশ বুধর গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে চোলাই মদ নষ্ট করতে পেরেছে। তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন এই অভিযান এখন থেকে লাগাতার হতে থাকবে।