December 13, 2024

গ্রীন সিটি মিশন এর আওতায় এবার সাজতে চলছে কালিয়াগঞ্জ এর মহেন্দ্রগঞ্জ এর বৃন্দাবন ধাম ।জানালেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল

1 min read

গ্রীন সিটি মিশন এর আওতায় এবার সাজতে চলছে কালিয়াগঞ্জ এর মহেন্দ্রগঞ্জ এর বৃন্দাবন ধাম ।জানালেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল

তন্ময় চক্রবর্তী গ্রীন সিটি মিশন এর আওতায় এবার সাজতে চলছে কালিয়াগঞ্জ এর বৃন্দাবন ধাম জানালেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল।তিনি আজ সেই লক্ষ্যেই কালিয়াগঞ্জ এর মহেন্দ্রগঞ্জ এ অবস্থিত নাট মন্দির চত্বরে এসে ঘুরে দেখলেন ।

পৌরপতি এরপর বলেন, কালিয়াগঞ্জ এর মহেন্দ্রগঞ্জ নাটমন্দির শুধুমাত্র কালিয়াগঞ্জ এর সেন্টিমেন্ট নয়, এটাকে বলা হয় বৃন্দাবন ধাম ও।তাই এই বৃন্দাবন ধাম কে নতুনভাবে সাজাতে গ্রীন সিটি মিশন এর মাধ্যমে কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে নয়া উদ্যোগ নেওয়া শুরু হয়েছে।

তিনি বলেন খুব শিগ্রই এখানে সৌন্দর্যায়নের কাজ শুরু হতে চলছে। প্রাথমিক অবস্থায় এখানে কিভাবে সেই কাজটা শুরু হবে তার একটা সমস্যা ছিল কারণ যেহেতু এটা কালিয়াগঞ্জ বাসীর একটি সম্পত্তি ।তাই এবার কালিয়াগঞ্জ বাসীর মতামত নিয়েই এই কাজ শুরু হতে চলছে। তিনি বলেন নাটমন্দির চত্বরে প্রাথমিক অবস্থায় চারিদিকে ফেন্সিং যেমন হবে তেমনি হবে চারিদিকে গেট এর ব্যবস্থার পাশাপাশি আধুনিক আলোকসজ্জা দিয়ে বৃন্দাবন ধাম কে নতুন ভাবে আলোকিত করার ব্যবস্থা করা হচ্ছে। পৌরপতি বলেন এরই পাশাপাশি এখানে সবুজায়ন ও হবে। এর সাথে সাধারণ মানুষরা যাতে এই বৃন্দাবন ধামের এসে বসতে পারে তার জন্য বসার ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন এই সমগ্র প্রকল্পটি করতে প্রায় ৮০ লক্ষ টাকার মতো খরচ হবে। আর এই টাকা খরচ করা হবে গ্রীন সিটি মিশন এবং পৌরসভার বিভিন্ন ফান্ড থেকে । কার্তিক বাবু বলেন কালিয়াগঞ্জ এর একটি আদর্শ যে নাটমন্দির তা আগামী দিনে সেখানে একটি নতুন রূপ পায় তার ব্যবস্থা করা হচ্ছে।

তিনি বলেন কাজ দুই-একদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। আজ তার ফাইনাল ইনস্পেকশন হয়ে গেল। এই কাজটি সম্পূর্ণ হয়ে গেলে কালিয়াগঞ্জ এর বৃন্দাবন ধামের চেহারা আমূল বদলে যাবে। আর এই কাজটি শেষ হতে প্রায় তিন মাস লাগবে বলে এদিন তিনি জানান।এদিকে আজ থেকেই

দেখা গেল তৎপরতা বৃন্দাবন ধাম কে নতুনভাবে সাজাতে বিভিন্ন সামগ্রী এসে পৌঁছে গেছে নাট মন্দির চত্বরে। কালিয়াগঞ্জ এর বিভিন্ন স্তরের মানুষ মহেন্দ্রগঞ্জ নাথ মন্দিরের বৃন্দাবন ধাম কে সাজানোর পরিকল্পনা নেওয়ার জন্য কালিয়াগঞ্জ পৌরসভা কে সাধুবাদ জানায়।

অন্যদিকে কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তথা মহেন্দ্রগঞ্জ ৬৪ প্রহর নাম যজ্ঞ সমিতির সভাপতি সুনীল সাহা বলেন মহেন্দ্রগঞ্জ নাটমন্দির কে যেভাবে কালিয়াগঞ্জ পৌরসভা সাজানোর উদ্যোগ নিয়েছে তা প্রশংসার যোগ্য। তিনি বলেন এই ধরনের উন্নয়ন মূলক কাজ শুধু নাটমন্দির এই হচ্ছে না কালিয়াগঞ্জ শহর জুড়ে শুরু হয়েছে।

 

45 thoughts on “গ্রীন সিটি মিশন এর আওতায় এবার সাজতে চলছে কালিয়াগঞ্জ এর মহেন্দ্রগঞ্জ এর বৃন্দাবন ধাম ।জানালেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *