উত্তর দিনাজপুর জেলায় বন্ধে মিশ্র প্রভাব পড়ল, গাড়ি ভাঙচুর হলো রায়গঞ্জে। গ্রেপ্তার কয়েকজন।
1 min readউত্তর দিনাজপুর জেলায় বন্ধে মিশ্র প্রভাব পড়ল, গাড়ি ভাঙচুর হলো রায়গঞ্জে। গ্রেপ্তার কয়েকজন।
রায়গঞ্জ থেকে সুব্রত সাহা, ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তী ও ও বর্তমানের কথা ।এন আর সি ও সি এ এ’র প্রতিবাদে বাম ও কংগ্রেসের ডাকা সারা দেশব্যাপী সাধারন ধর্মঘটে মিশ্র সাড়া পরেছে উত্তর দিনাজপুর জেলায়। তবে বেসরকারি যানবাহন সকালের দিকে কিছু চলাচল করলেও বেলা বাড়ার সাথে সাথে তা রাস্তা থেকে উধাও হয়ে যায়। তবে বেশিরভাগ বেসরকারি যানবাহন এদিন রাস্তায় নামেনি।
চলেছে সরকারি বাস, তবে তাতে যাত্রীসংখ্যা ছিল নামমাত্র। দোকানপাট, হাট বাজার ছিল সার্বিক বন্ধ। খোলেনি কোনও স্কুল কলেজ। সাধারন ধর্মঘটকে ব্যর্থ করতে রাজ্যের শাসকদল মাঠে নামলেও এন আর সি ও সি এ এ’র প্রতিবাদে ডাকা বাম ও কংগ্রেসের ধর্মঘটে ব্যাপক সাড়া পরেছে উত্তর দিনাজপুর জেলায়। সকালের দিকে বন্ধে সরকারি বাস চললে বামেরা তা আটকে দেয়। কিন্তু শাসকদলের ট্রেড ইউনিয়ন আইএনটিটিইউসি এসে সরকারি বাস চলানোর চেষ্টা করে। বাম সংগঠন এসইউসিআই সদস্যরা শিলিগুড়ি মোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করতে গেলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
এই বন্ধে ছোট্ট একটি ঘটনা ঘটে। একটি বেসরকারি বাসের জানালার উপরের কাঁচ ঢিল মেরে ভেঙ্গে দেওয়া হয়। তাছাড়া এখনও পর্যন্ত বন্ধকে ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।এদিকে ইসলামপুরে আজ বন্ধ সমর্থনকারীরা সকাল-সকাল বন্ধের সমর্থনে ইসলামপুরের 31 নম্বর জাতীয় সড়ক চৌরঙ্গী মোড় বেশকিছুক্ষণ অবরোধ করে বিক্ষোভ দেখায় এরপর এর
ফলে 31 নম্বর জাতীয় সড়কের গাড়ির দাঁড়িয়ে পড়ে এবং গাড়ির যানজটের সৃষ্টি হয়। ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে এলে তারা মিছিল নিয়ে ইসলামপুর বাজার চত্বরে প্রবেশ করে
এবং বাজার চত্বরে মিছিল করে বন্ধের সমর্থনে ইসলামপুর শহরজুড়ে সকাল বেলার দিকে গ্রহণকারীরা কংগ্রেস এবং সিপিএম দুজনে মিলে
যৌথভাবে ইসলামপুর শহর জুড়ে বিভিন্ন এলাকায় তারা মিছিল করে। মিশ্র সাড়া পড়েছে এই বন্ধের ফলে বিভিন্ন অফিস খোলা রয়েছে আদালত খোলা রয়েছে এবং বেশকিছু ব্যাংক বন্ধ রয়েছে আজকের
এই বন্ধের ফলে। ইসলামপুর শহর লোকাল কমিটির সম্পাদক বিকাশ দাস বলেন আজ বন্ধের সমর্থনে তিনমাস ধরে আমরা প্রচার করছি সে মতো আজকে বন্ধ হয়েছে এর ফলে বন চলছে নিত্য প্রয়োজনীয় কিছু গাড়ি আমরা ছাড়ছি।অন্যদিকে এই বন্ধের প্রভাব তেমনভাবে দেখা গেল না কালিয়াগঞ্জ এ।
সকাল থেকে সবকিছুই ছিল স্বাভাবিক। কলেজ যেমন খুলেছে তেমনই বাজার ঘাট এখানে হয়েছে। কালিয়াগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি রাজা ঘোষ জানান, আজ যেভাবে বন্ধ কে উপেক্ষা করে ছাত্র-ছাত্রীরা কলেজে এসেছে তার জন্য তিনি ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানান।