December 13, 2024

মালদায় মিলন মেলা

1 min read

মালদায় মিলন মেলা

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–মালদার ইংলিশবাজার পৌরসভার নাগরিক কমিটির উদ্যোগে গত ৫ই জানুয়ারী থেকে ৭ই জানুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত হল

মিলন মেলা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধরী,মালদা উত্তরের লোকসভা সদস্য খগেন মুর্মূ,জেলা ক্রীড়া প্রতিযোগিতা সংস্থার সম্পাদক শুভেন্দু চৌধুরী,

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সিস্টেম এন্ড সাপোর্ট আধিকারিক শুভদীপ মিত্র,কাউন্সিলর প্রসেনজিৎ,পৌরমাতা কাকলি চৌধরী।অনুষ্ঠানের শুরুতেই পাঁচশতাধিক দুস্থ ব্যক্তিদের বস্ত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানের তিনদিন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

গত ৭ই জানুয়ারী রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ব্লাক স্টোন হার্টের উদ্দ্যোগে এবং ব্ল্যাক স্টোন হার্টের কর্নধার সুজিৎ ঠাকুরের নির্দেশনায় একটি নাটক উপস্থিত দর্শকদেরদারুন ভাবে সারা জাগায়।পরবর্তীতে সারেগামাপা খ্যাত স্নিগ্ধ্যজিৎ ভৌমিক ও প্রিয়াঙ্কা রায় তাদের অসাধারন সঙ্গীতের জাদুতে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।তিনদিনের মিলন মেলার অনুষ্ঠান যেন প্ৰকৃত অর্থেই মহা মিলন মেলার রূপ পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *