December 12, 2024

কোলকাতা গামী দিনের ট্রেন ও কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ চালু করে বিজেপির নতুন জেলা সভাপতি শঙ্কর চক্রবতী একঢিলে দুই পাখি মারতে পারে

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তপন চক্রবতী--কথায়বলে যার দ্বারা যেটা সম্ভব সেই ব্যক্তিকে সেই কাজটাই আন্তরিকতার সাথে করতে হবে।বর্তমানে উত্তর দিনাজপুর জেলা  বিজেপি নতুন সভাপতি হিসাবে দীর্ঘ দিন পর একজন যোগ্য ব্যক্তিত্বকে পেয়েছেন যার নাম শঙ্কর চক্রবর্তী।বিজেপির নতুন তরুণ তুর্কি সভাপতি শঙ্কর চক্রবর্তী একজন ডাইনামিক নেতা এ ব্যাপারে কোন সন্দেহ নেই।উত্তর দিনাজপুর জেলার মানুষের অনেক আশা।অনেক আশা থাকলেও জেলার মানুষের দাবি জেলার দুটি গুরুত্ত্ব পূর্ন কাজ দীর্ঘদিন ধরে  পরে থাকলেও বিদায়ী জেল সভাপতি কোনরকম চেষ্টাই করেনি রাধিকাপুর–কলকাতা দিনের ট্রেন চালু ও কালিয়াগঞ্জ–বুনিয়াদপুর প্রস্তাবিত  বন্ধ হয়ে থাকা রেল পথের কাজ পুনরায় শুরু করে দেওয়া।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

উত্তর দিনাজপুর জেলা বাসী মনে করে ২০১৯সালের আসন্ন লোকসভা নির্বাচনের পূর্বে নতুন বিজেপি সভাপতি শঙ্কর চক্রবর্তী যদি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সাথে তার পরিচিতির সুবাদে রাধিকাপুর-কলকাতা দিনের তেভাগা লিংক এক্সপ্রেস ট্রেনটি কোনভাবে যদি চালু করে দেবার সাথে সাথে কালিয়াগঞ্জ–বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজের জমি অধিগ্রহনের নোটিফিকেশন জারি করবার ব্যবস্থা করতে পারেন তাহলেই শংকর চক্রবর্তী উত্তর দিনাজুর জেলার মানুষের অন্তরের আশীর্বাদ তার উপর বর্ষিত হবে।ঠিক তেমনি ভাবেই এই দুটি কাজ করার সুবাদে রায়গঞ্জের আসনটি নিয়ে বিজেপি দলের কোন রকম মাথা ব্যাথা আর থাকবেনা বলেই জেলার অধিকাংশ মানুষই মনে করেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

উত্তর দিনাজপুর জেলার মানুষ শাসক তৃণমূল কংগ্রেসের উপর বীতশ্রদ্ধ হয়ে এবারের ত্রি-স্তরিয় পঞ্চায়েত নির্বাচনে গ্রামের মানুষ জেলার অনেক গ্রাম পঞ্চায়েত দখল করতে সক্ষম হয়েছে বিজেপির তেমন কোন জেলা নেতৃত্ব না থাকা স্বত্বেও।এবার গ্রামের মানুষদের ব্যক্তব্য তারা এবার শঙ্কর চক্রবর্তীর মত যোগ্য জেলা নেতা পাওয়ায় জেলার লোকসভা আসনটি এবার তাদের দখলে আসবে বলে তাদের দৃঢ় বিশ্বাস।উত্তর দিনাজপুর জেলায় দীর্ঘ দিন থেকে যোগ্য বিজেপি নেতার বড়ই অভাব ছিল।
কিন্তূ জেলার মানুষদের সেই অভাব পূরণ হয়েছে বলে জানান।বিজেপির জেলা সভাপতির দায়িত্ব পাবার সাথে সাথে নতুন সভাপতি শঙ্কারবাবু সময় নষ্ট না করে ইতিমধ্যেই সম্প্রতি জেলার প্রতিটি এলাকায় এলাকায় সাধারণ মানুষের পাশে যেতে শুরু করে দিয়েছেন।ইতিমধ্যেই হেমতাবাদ, কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকায় গিয়ে ব্যাপক সম্বর্ধনা পেয়েছেন,করেছেন কয়েকটি জনসভা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 নতুন বিজেপি সভাপতি শঙ্কর বাবু যেখানেই গেছেন সেখানেই বিপুলভাবে মানুষ তাকে সম্বর্ধনা দিয়েছেন।শঙ্করবাবু গ্রামের মানুষদের  সম্বর্ধনার আন্তরিকতা দেখে তিনিও আপ্লুত হয়েছেন।নতুন জেলা সভাপতি র সাথে বিভিন্ন স্থানে    উপস্থিত ছিলেন হেমতাবাদ ১৭নম্বর মন্ডল কমিটির সভাপতি বকুল বর্মন,জেলা নেতা ভানুরাম বর্মন,প্রদীপ চক্রবর্তী, জেলা নেতা নিমাই কবিরাজ,জেলা পরিষদ সদস্য কমল সরকার।কালিয়াগঞ্জ বিধান সভার পালক রূপক রায়,বিজেপির মহিলা সেলের রাজ্য সহ-সভানেত্রী দোলা মোদক,রানা প্রতাপ ঘোষ,গৌরাঙ্গ দাস,পম্পা দেব চৌধরী সহ অনেকেই।জেলা সভাপতি  শঙ্কর চক্রবর্তী কালিয়াগঞ্জ ব্লকের বালাস গ্রামে একটি সভাতে ব্যক্তব্য রাখতে  গিয়ে বলেন আমরা আর শাসক তৃণমূলকে দেখে ভয় পাইনা।শাসক তৃণমূলের নেতারাই আমাদের দেখে  কদিন পর থেকে ভয় পাবে।কারন একটু অপেক্ষা করুন রায়গঞ্জ ও কালিয়াগঞ্জের শাসক তৃণমূল কংগ্রেসের অনেক রাঘব বোয়ালেরা প্রতিনিয়তই আসার জন্য  যোগাযোগ রেখে চলেছে।যে কোন মুহূর্তেই  ইন্দ্র পতন ঘটে যেতে পারে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *