আগ্নেয়াস্ত্র সহ ২ যুবককে গ্রেপ্তার করল মালদার ইংরেজবাজার থানার পুলিশ
1 min read
বিশ্বজিৎ মণ্ডল,মালদা :আগ্নেয়াস্ত্র সহ ২ যুবককে গ্রেপ্তার করল মালদার ইংরেজবাজার থানার পুলিশ।গভীর রাতে গোপনসূত্রের অভিযানে পুলিশের হাতে ধরা পড়ে দুই জন। ইংরেজবাজার থানার অমৃতির সেকান্দারপুর এলাকায় হানা দিয়ে দুই দুস্কৃতিদের গ্রেপ্তার করে সাদা পোশাকের পুলিশ।পুলিশ সূত্রে খবর, ধৃতরা হলে মুক্তার আলী(২৮) ও আব্দুল রহিম(২৯)। ভূতনি থানার উত্তর চন্ডিপুর জুলাবদি টোলা গ্রামের বাসিন্দা।বুধবার গভীর রাতে গোপন সূত্রের খবর পেয়ে ইংরেজবাজার থানার সাদা পোষাকের পুলিশ সেকেন্দারপুর এলাকায় পৌছে এই দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে, ১টি মাসকেট ৩টি পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আগ্নেয়াস্ত্রগুলি বিক্রি করার উদ্দেশ্যে ওই এলাকায় এসেছিলেন তারা। ঘটনায় আরো কার যোগ সাযোগ রয়েছে কি’না তার তদন্ত শুরু করেছে পুলিশ।বৃহস্পতিবার ধৃতদের জেলা আদালতে তুলেছে পুলিশসাথে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের নেওয়ার জন্য আবেদন জানিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});