December 10, 2024

শিশু টীকাকরণের হার ১০০ শতাংশ, দেশের সেরা বাংলা

1 min read

আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব টীকাকরণ সপ্তাহ। এই উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানান যে গত সাত বছরে বাংলায় ১০০ শতাংশ টীকাকরণ সম্পন্ন করেছে রাজ্য সরকার।
এক নজরে দেখে নিন শিশু স্বাস্থ্য সংক্রান্ত সাফল্যগুলো:•#রাজ্যে টীকাকরণের হার ৮০ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১০০ শতাংশ।#২০১১সালে তৃণমূল ক্ষমতায় আসার আগে রাজ্যে শিশু মৃত্যুর হার ছিল ৩২ যা ২০১৮ সালে কমে হয়েছে ২৫ (প্রতি ১০০০ শিশু জন্ম)।•প্রসূতি মৃত্যুর হার ১১৩ থেকে কমে হয়েছে ১০১।•২০১০ সালে প্রাতিষ্ঠানিক প্রসবের হার ছিল ৬৫ শতাংশ যা ২০১৮ সালে বেড়ে হয়েছে ৯৭.৫ শতাংশ।•রাজ্যে ২০১১ সাল পর্যন্ত একটিও এসএনএসইউ ছিল না। বর্তমানে সেই সংখ্যা ৩০৭।•রাজ্যে ২০১১ সাল পর্যন্ত এসএনসিইউ ছিল ছটি। বর্তমানে সেই সংখ্যা ৭০ এবং মোট শয্যার সংখ্যা ২২১৭টি।•রাজ্যের ১৫টি পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট তৈরী হবে, যার মধ্যে বর্তমানে ১২টি ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে এবং আরও তিনটি ইউনিট এই বছর সেপ্টেম্বর মাসের মধ্যে চালু হয়ে যাবে।•১৩টি মাদার অ্যান্ড চাইল্ড হাব তৈরী করা হচ্ছে প্রসূতি এবং সদ্যোজাতদের উন্নতমানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য।

5,858 thoughts on “শিশু টীকাকরণের হার ১০০ শতাংশ, দেশের সেরা বাংলা

  1. 16 Furthermore, we previously demonstrated a similar degree of satisfaction and hypogonadal symptoms among patients who used clomiphene citrate compared with patients receiving testosterone gel or testosterone injection therapy. clomiphene citrate 50 mg Ask your partner or a friend to help you perform the injection yourself.