বিশেষ চাহিদা সম্পন্ন শিশু নৃত্য শিল্পী অদ্রিজা সর্বভারতীয় নৃত্য প্রতিযোগীতায় প্ৰথম
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তন্ময় চক্রবর্তী
, সত্যেন মহন্ত ঃ– নাচ ময়ূরী নাচ রে ঝুম ঝুমা ঝুম নাচরে । ওই এল আকাশ ছেয়ে ও বর্ষা রানী সাজ রে । নৃত্যশিল্পী সুধা চন্দন এর কথা হয়তো অনেকেই জানেন সে কিভাবে নিজে একজন প্রতিবন্ধী হয়েও লড়াই করে প্রতিবন্ধকতার বিরুদ্ধে জয়ী হয়েছিলেন একদিন ।
, সত্যেন মহন্ত ঃ– নাচ ময়ূরী নাচ রে ঝুম ঝুমা ঝুম নাচরে । ওই এল আকাশ ছেয়ে ও বর্ষা রানী সাজ রে । নৃত্যশিল্পী সুধা চন্দন এর কথা হয়তো অনেকেই জানেন সে কিভাবে নিজে একজন প্রতিবন্ধী হয়েও লড়াই করে প্রতিবন্ধকতার বিরুদ্ধে জয়ী হয়েছিলেন একদিন ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কিন্তু কেউ কি জানেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এ এমনই একজন ক্ষুদে সুধা চন্দ্রন রয়েছে সেও সুধা চন্দ্রন এর মতোই লড়াই করে আজ ছোট্ট বয়সে তার দুই পায়ের জাদুতে ইতিমধ্যেই জয়ী হয়ে গেছেন।এক্ষেত্রে তিনি প্রমাণ করে
দেখিয়ে দিয়েছেন প্রতিবন্ধকতা কোন সময় বাধা হয়ে দাঁড়ায় না ।
দেখিয়ে দিয়েছেন প্রতিবন্ধকতা কোন সময় বাধা হয়ে দাঁড়ায় না ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অদম্য সাহস ও মনের
শক্তি যদি কারো থাকে তাহলে যেকোনো লড়াইয়ে জয়ী হওয়া যায়।হ্যাঁ সেই কালিয়াগঞ্জের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু নৃত্য শিল্পী অদ্রিজা দাস। ছত্রিশগরের ভিলাইয়ে সর্বভারতীয় নৃত্য প্রতিযোগিতায় কত্থক নৃত্যে প্রথম স্থান দখল করলো এই কালিয়াগঞ্জের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু নৃত্য শিল্পী অদ্রিজা দাস।জানা যায় শিশু নৃত্য শিল্পী অদ্রিজার একটি পাযে প্লাস্টিকের ব্রেস লাগানো নিয়েই সে নৃত্য সাধনা করে আসছে।নৃত্য শিল্পী অদ্রিজার মা দেবশ্রী সরকার ও তার বাবা অরুপ দাস বলেন অল ইন্ডিয়া ডান্স কম্পিটিশন ও ভারত সংস্কৃতি মহোৎসব সংস্থার উদ্যোগে এই নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।তারা বলেন অদ্রিজা ইন্টারন্যাশনাল একসিলেন্সি পেয়ে দুবাইয়ে নৃত্য প্রতিযোগিতায় যাবার জন্য মনোনিত হয়েছে।এই সংবাদে উত্তর দিনাজপুর জেলা তথা কালিয়াগঞ্জের সংস্কৃতি প্রিয় মানুষ অদ্রিজাকে অভিনন্দন জানিয়েছে।উত্তরবঙ্গের বর্ষীয়ান নৃত্য শিক্ষিকা বাণী চক্রবর্তীর কাছে অদ্রিজা নৃত্যের তালিম নিয়ে থাকে।
শক্তি যদি কারো থাকে তাহলে যেকোনো লড়াইয়ে জয়ী হওয়া যায়।হ্যাঁ সেই কালিয়াগঞ্জের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু নৃত্য শিল্পী অদ্রিজা দাস। ছত্রিশগরের ভিলাইয়ে সর্বভারতীয় নৃত্য প্রতিযোগিতায় কত্থক নৃত্যে প্রথম স্থান দখল করলো এই কালিয়াগঞ্জের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু নৃত্য শিল্পী অদ্রিজা দাস।জানা যায় শিশু নৃত্য শিল্পী অদ্রিজার একটি পাযে প্লাস্টিকের ব্রেস লাগানো নিয়েই সে নৃত্য সাধনা করে আসছে।নৃত্য শিল্পী অদ্রিজার মা দেবশ্রী সরকার ও তার বাবা অরুপ দাস বলেন অল ইন্ডিয়া ডান্স কম্পিটিশন ও ভারত সংস্কৃতি মহোৎসব সংস্থার উদ্যোগে এই নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।তারা বলেন অদ্রিজা ইন্টারন্যাশনাল একসিলেন্সি পেয়ে দুবাইয়ে নৃত্য প্রতিযোগিতায় যাবার জন্য মনোনিত হয়েছে।এই সংবাদে উত্তর দিনাজপুর জেলা তথা কালিয়াগঞ্জের সংস্কৃতি প্রিয় মানুষ অদ্রিজাকে অভিনন্দন জানিয়েছে।উত্তরবঙ্গের বর্ষীয়ান নৃত্য শিক্ষিকা বাণী চক্রবর্তীর কাছে অদ্রিজা নৃত্যের তালিম নিয়ে থাকে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});